টুকরো খবর
শতবর্ষ পার করল ডুমুরদহের উত্তমাশ্রম। উত্তমানন্দ স্বামীর প্রতিষ্ঠিত এই আশ্রমের শতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে আশ্রমের ইতিহাস ও কার্যকলাপ নিয়ে একটি স্মারকগ্রন্থ। কিন্তু কেবল ধর্মীয় ও সামাজিক কাজ নয়, প্রাচীন লুপ্তপ্রায় সংস্কৃতিচর্চাকেও বাঁচিয়ে রাখতে চায় এই আশ্রম, জানালেন উত্তমানন্দ সেবক সঙ্ঘের সহ-সভাপতি যশোদানন্দন দত্ত। সে কথা মনে রেখেই আশ্রমের শতবার্ষিকী উপলক্ষে সঙ্ঘ সম্প্রতি উত্তম মঞ্চে আয়োজন করেছিল শতাব্দী প্রাচীন নাট্যসংস্থা হাওড়া পণ্ডিত সমাজের নাটক ‘নদের নিমাই’-এর অভিনয়ের। পাশাপাশি ছিল আলোচনা, গান।

বঙ্কিমচন্দ্রের ১৭৫তম জন্মবর্ষ উপলক্ষে হাওড়া সিটিজেন্স ফোরাম ও বঙ্কিম মেলা কমিটি আয়োজন করেছে ১৪তম ‘বঙ্কিম মেলা’-র। হাওড়া বঙ্কিম পার্কে এই মেলা চলবে ২৬ তারিখ পর্যন্ত। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরিবেশ সচেতনতা ও আবহওয়ার পরিবর্তন বিষয়ে ‘ফোর্স ফর রুরাল এমপাওয়ারমেন্ট
অ্যান্ড ইকনমিক ডেভেলপমেন্ট (ফ্রিড)’ এবং কলকাতার ‘ইউ এস অ্যালামনি’র যৌথ
উদ্যোগে আয়োজিত‘গ্রিন কনফারেন্স’-এ ছাত্রছাত্রীদের সঙ্গে আমেরিকান সেন্টারের
ডিরেক্টর জেফ্রি কে রেনিউ। সম্প্রতি সায়েন্স সিটিতে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেহালার সূর্য সেন নগরে সম্প্রতি হয়ে গেল বসে আঁকো উৎসব,
নাটক, বৃক্ষরোপণ, আলোচনা ও বিতর্কসভা। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজক ছিল
রবিতীর্থ ক্লাব। বসে আঁকো উৎসবে একশো পঞ্চাশ জন অঙ্কন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষ দিনে তাদের সকলকে পুরষ্কৃত করা হয়।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.