লিগ-নক আউটে যা হয়নি, পি সেন ট্রফির ফাইনালে সেটা হতে চলেছে। স্থানীয় ক্রিকেট মরসুমের শেষ টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। রবিবার গত রাতের বৃষ্টির দাপটে ৪০ ওভার থেকে ২০ ওভারে নেমে যাওয়া দুটো সেমিফাইনালের একটাতে কালীঘাটকে ২৬ রানে হারায় ইস্টবেঙ্গল। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে মোহানবাগান ৩ উইকেট হারায় টাউনকে।
শেষ দু’ওভারে ৪১ তুলে জিততে হল মোহনবাগানকে! টাউন ২০ ওভারে তুলেছিল ১৭৭-৬। পালটা নেমে লক্ষ্মীরতন শুক্ল ২৮ বলে ৫৫ করেন। তবু শেষ দিকে চাপে পড়ে যায় মোহনবাগান। শেষ ২ ওভারে দেবব্রত (১৯ বলে ৩৫ ন:আ:) অভাবনীয় দক্ষতায় জয়ের আনেন। কালীঘাচ ম্যাচে ইস্টবেঙ্গল ২০ ওভারে তোলে ১৩২-৫। ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দী ৪ উইকেট নেন।
ছোটদের বড় ম্যাচ ড্র: মোহনবাগান, ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলাররা ০-০ ড্র করল। রবিবার মহমেডান মাঠে কলকাতা পুলিশের এক প্রদর্শনী ম্যাচে।
|
ভারতীয় ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয় চলছেই। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিনে ২৩০ রানে শেষ হয়ে গেল মনোজ-ঋদ্ধিদের প্রথম ইনিংস। ক্যারিবিয়ান টেস্ট লেগ স্পিনার দেবেন্দ্র বিশু তিন উইকেট নেন। পেসার জোনাথন কার্টারও তোলেন তিন উইকেট। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান জলজ সাক্সেনা-র ৬১। অধিনায়ক চেতেশ্বর পূজারা (৩৩), মনোজ তিওয়ারি (৩২) বা ঋদ্ধিমান সাহার (২৭) বলার মতো রান নেই। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ বিনা উইকেটে ৩৪।
|
উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাব ফাইনালে বিশ্বের প্রাক্তন তিন নম্বর নলবনদিয়ান পিছিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে বেসলাইনের বিলবোর্ডে লাথি মেরে ম্যাচ থেকেই বাতিল হলেন। টেনিসে যা বিরল। আর্জেন্তিনীয় তারকার বিরুদ্ধে এক লাইনজাজকে উদ্দেশ্য করে লাথি মারার অভিযোগ ওঠে। কারণ বিলবোর্ড ভেঙে যাওয়া ছাড়াও পায়ে আঘাত লেগে রক্তপাত ঘটে লাইনজাজ ম্যাকডগলের। ওই সময় মারিন চিলিচের বিরুদ্ধে নলবনদিয়ান প্রথম সেটে ৭-৬ জেতার পরে দ্বিতীয় সেটে ৩-৪ পিছিয়ে পড়ায় নাকি প্রচণ্ড হতাশায় এমন কাণ্ড করেছেন। নলবনদিয়ানের থেকে পেনাল্টি পয়েন্ট কেড়ে না নিয়ে খেতাবই দিয়ে দেওয়া হয় তাঁর প্রতিপক্ষকে। |