শাবকের মৃত্যু, তাণ্ডব হাতির |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পেটের রোগে ভোগা শাবক মরে যাওয়ায় খেপে গিয়ে ৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলল মা-হাতি। রবিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গল লাগোয়া ইনডং বনবস্তিতে। এদিন ভোরে গরুমরা জাতীয় উদ্যান থেকে চাপড়ামারির জঙ্গলে ফিরছিল ৪টি বুনো হাতির পাল। দলে একটি মা-হাতির সঙ্গে শাবকটিও ছিল। চাপড়ামারি জঙ্গলে ঢোকার মুখে শাবক মুখ থুবড়ে পড়ে যায়। কয়েক বার মা-হাতি সেটিকে তোলার চেষ্টাও করে। এক সময়ে হাল ছেড়ে লাগোয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ভাঙতে শুরু করে। চারপাশ থেকে লোকজন বার হয়ে এলে মা-হাতিটি জঙ্গলের মুখে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তড়িদাহত হয়ে শাবকের মৃত্যু হয়েছে কি না সেই জল্পনা শুরু হয়। ময়না তদন্তের পরে পেটের রোগের বিষয় স্পষ্ট হয়। সকাল প্রায় ৯টা নাগাদ বনকর্মীরা শাবকটিকে ময়নাতদন্তের জন্য তুলে নিলে মা-হাতি জঙ্গলে মিলিয়ে যায়। ঘটনার সময়ে হাতির দলটির খুব কাছে দাঁড়িয়েছিলেন বন কর্মীদের একটি দল। বনবস্তির পাশ দিয়ে হাতি যাচ্ছে জেনে তাঁরা সেখানে যান যাতে তারা নিরাপদে জঙ্গলে ঢুকে যেতে পারে। বন কর্মীদের সামনে ওই ঘটনাটি ঘটে।
|
ছাগল চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। শনিবার দুপুরে পটাশপুর থানা এলাকার কসবা গ্রাম থেকে ছাগল চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ধৃত জাভেদ আলমকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠান বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে এগরা-বাজকুল রাস্তার কসবার কাছে একটি গাড়িতে কয়েকটি ছাগলকে নিয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মোটর সাইকেলে গাড়িটির পিছনে ধাওয়া করে চোরাই ছাগল সমেত জাভেদকে ধরে ফেলেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, কলকাতার একটি ছাগল চুরি চক্রের পাণ্ডা জাভেদ। |