প্লাস্টিক-মুক্তির ডাক ইংরেজবাজারে
মালদহ শহর প্লাস্টিক মুক্ত করার ডাক দিল ইংরেজবাজার পুরসভা। পাশাপাশি শহরে ফাঁকা জায়গায় ফুল ও ফল গাছ লাগিয়ে শহরের রাস্তা থেকে বেআইনি দখলদার উচ্ছেদে নামার সিদ্ধান্তও নিয়েছেন ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ। শনিবার জেলা প্রশাসন ও বন দফতর কর্তাদের সঙ্গে পুরসভার কাউন্সিলরদের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, প্রশাসন, পুলিশ ও পুরসভা যৌথ ভাবে ১ জুলাই থেকে শহরে বেআইনি উচ্ছেদ অভিযানে নামবে। ১ অগষ্ট থেকে শহর জুড়ে প্লাস্টিক অভিযান শুরু করবে পুরসভা। বেআইনি উচ্ছেদ ও প্লাস্টিক ব্যবহার বন্ধের অভিযানে নামার আগে পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বাসিন্দাদের মাইকিং করে সচেতন করা হবে। ১ অগষ্টের পরে ৪০ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেবে পুরসভা। জেলাশাসক শ্রীমতি অর্চনা বলেন, “শহরের বেআইনি উচ্ছেদ অভিযান থেকে শুরু করে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ অভিযানে পুরসভাকে জেলা প্রশাসন সাহায্য করবে। বেআইনি দখলদারদের সরিয়ে শহর পরিস্কার করা সম্ভব হলে যানজটের হাত থেকে শহরের মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “১ আগষ্ট থেকে ইংরেজবাজার পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। মালদহ শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করার আগে পুরসভা দেড় মাস ধরে স্কুল, কলেজ, বাজার ও পথেঘাটে সচেতনা অভিযান চালাবে। পাশাপাশি জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি দায়িত্ব নিয়েছে তারা মালদহ শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে প্রচার শুরু করবে। শহরবাসীকে সচেতন করার পরেই ১ অগষ্ট থেকে পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। ১ অগষ্ঠ থেকে যদি কেউ ৪০ মাইক্রনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে পুরসভা।” বেআইনি দখলদার উচ্ছেদ প্রসঙ্গে পুর চেয়ারম্যান জানান, ১ জুলাই থেকে শহরে সমস্ত রাস্তার উপর বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানের পাশাপাশি শহরকে সুন্দর করে সাজাতে ফুল ও ফল গাছ লাগানোর সিদ্ধান্তও হয়েছে। পুরসভায় বিরোধী দলের সদস্যরাও পুরসভার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত পুরসভা দখলদার উচ্ছেদ জারি রাখতে পারবে কি না তা নিয়ে অবশ্য এখনও সন্দিহান তাঁরা। ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা শুভদীপ সান্যাল বলেন, “পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানিয়েছি। অতীতে বহুবার বেআইনি উচ্ছেদ অভিযানে নেমেও পিছু হটতে বাধ্য হয়েছে পুরসভাকে। এ বারে কী করে সেটাই দেখা দরকার।” শহরের বাসিন্দাদেরও অভিযোগ, বছরের পর পর ধরে মালদহ শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে রাস্তা দখল করে খোলা আকাশের নিচে ভ্যানরিক্সা উপর চলছে রেঁস্তোরা। ফুটপাত দখল করে বসছে দোকান, বাজার, অটো, ম্যাক্সি-ট্যাক্সি স্ট্যান্ড। পাশাপাশি বেআইনি দখলদারের দৌরাত্ম্যে শহরের রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলা দায়। শহরে চলাফেরা করতে প্রতিদিনই বাসিন্দাদের দুঘর্টনার মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের নিত্যদিনের এই দুর্ভোগ দেখে পুরসভা যে এতদিনে নড়েচড়ে বসেছে তা শুনে ইংরেজবাজার শহরের বাসিন্দারা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.