চিত্র সংবাদ
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ এবং নরেন্দ্রনগর মিলনী পাঠাগারের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে
রবীন্দ্রসঙ্গীতশিল্পী শঙ্কর চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাধন সরকার।
অনুষ্ঠান শেষে ছিল কালিন্দী ব্রাত্যজন-এর ‘রুদ্ধসঙ্গীত’। সম্প্রতি কামারহাটি নজরুল মঞ্চে। —নিজস্ব চিত্র।

বাসন্তী বিদ্যাবীথির সহযোগিতায় আচার্য নীরদবরণ সঙ্গীত সমাজ আয়োজিত স্বামীজি ও রবীন্দ্র সন্ধ্যায়
দ্বিজেন মুখোপাধ্যায় ও স্বামী শুভকরানন্দকে সংবর্ধনা জানাচ্ছেন বাসন্তী বিদ্যাবীথির কর্ণধার সুদীপ সেন। অনুষ্ঠানে
সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রনীল সেন ও মনোময় ভট্টাচার্য। সম্প্রতি বীরেন্দ্র মঞ্চে। ছবি: শুভাশিস ভট্টাচার্য।

পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সহজিয়া ফাউন্ডেশন সম্প্রতি তিন দিনের ফকিরি গানের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল।
অনুষ্ঠানের শেষ দিনে মনসুর ফকির, দেব চৌধুরী এবং প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীরা একটি সমবেত সঙ্গীতানুষ্ঠান
পরিবেশন করেন সল্টলেকের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে। এই প্রশিক্ষণ শিবিরে পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ নেন। —নিজস্ব চিত্র।

ক্যানসার রোগীদের সাহায্যার্থে মাড়তলা বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও বিধাননগর প্রেস ক্লাব
একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিবেকানন্দের জীবন অবলম্বনে ‘যুগনায়ক’ নাটকটি অভিনীত হয়।
অভিনয়ে ছিলেন পাঁচ জন ক্যানসার-আক্রান্ত রোগীও। ছিলেন আদ্যাপীঠ মন্দির ট্রাস্টির অধ্যক্ষ ব্রহ্মচারী মুরালভাই
এবং বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। সম্প্রতি পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে। —নিজস্ব চিত্র।

ঝুমা দত্তের তোলা ছবির প্রদর্শনী। সম্প্রতি হয়ে গেল গগনেন্দ্র প্রদর্শশালায়। ছবি: বিশ্বনাথ বণিক।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.