এমআরসিপি পরীক্ষার দ্বিতীয় কেন্দ্রের মর্যাদা পেল কলকাতা। রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ (লন্ডন) এই পরীক্ষার আয়োজন করে। এ দেশে এই পরীক্ষাকে বিশেষ অনুমোদন দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াও। পরীক্ষাটি হবে বেলেঘাটার কাছে একটি বেসরকারি হাসপাতালে। এর আগে ভারতের মধ্যে এক মাত্র বেঙ্গালুরুই এই দ্বিতীয় কেন্দ্রের মর্যাদা পেয়েছে। চলতি বছরে এ দেশের ২৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন।
|
বেলাকোবা কেবলপাড়া বেসিক স্কুল মাঠে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা শিবির হল মঙ্গলবার। শিলিগুড়ি গ্রেটার ক্লাবের উদ্যোগে ওই শিবির করা হয়। ফিল্ড অফিসার নূরবানু খাতুন জানান, ১৫০ জনের চক্ষু পরীক্ষা হয়, ২৯ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হয়। |