বধূ হত্যায় প্ররোচনার নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ওই মহিলার স্বামী ও শাশুড়ি। মঙ্গলবার বিকেলে নবদ্বীপের প্রফুল্ল নগরে অনিতা সিকদার (১৮) নামে ওই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর স্বামীর নাম বিনোদ সিকদার। বুধবার দুপুরে অনিতাদেবীর বাবা কৃষ্ণ মণ্ডল মেয়ের স্বামী ও শাশুড়ির নামে থানায় অভিযোগ দায়ের করেন। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “মৃতার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মতোই মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।” তবে বিনোদবাবুদের আত্মীয়স্বজনের ধারণা, সিকদার পরিবার নির্দোষ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বাসিন্দা অনিতাদেবীর সঙ্গে বিনোদবাবুর বিয়ে হয়েছিল এগারো মাস আগে। বিনোদবাবু পেশায় মণ্ডপকর্মী। বিনোদবাবু বলেন, “কর্মসূত্রে দু’মাস অন্ধ্রপ্রদেশে ছিলাম। দিন দশেক হল বাড়ি ফিরেছি। কোনও অশান্তি ছিল না। ওই দিন দুপুরে আমার স্ত্রী রান্না করে খেতে দেয়। তিনটের পর আমি একটিু বেরিয়েছিলাম। পাঁচটা নাগাদ ফিরে দেখি বারান্দায় ওর দেহ ঝুলছে। কিন্তু কেন সে এমন করল কিচ্ছু বুঝতে পারছি না।” তাঁর মা’ও বলেন, “আমাদের পরিবারে কোনও অশান্তি ছিল না। কেন বউমা এমন করল, তা জানি না।” তবে কৃষ্ণবাবুর দাবি, “আমার মেয়েকে শ্বশুরবাড়িতে সন্দেহ করা হত। কারও সঙ্গে ওর মেলামেশা করা শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করত না। সে কারণেই আমার মেয়ে আত্মঘাতী হয়েছে।” |
সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ নদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পুরনো সম্পাদকমণ্ডলী কার্যত অপরিবর্তিত রেখেই নতুন সম্পাদকমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করল নদিয়া জেলা সিপিএম। বুধবার দলের রাজ্য সম্পাদক বিমান বসু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্ররে উপস্থিতিতে সর্বসম্মতিক্রমেই সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় ৫৩ জন জেলা কমিটির সদস্য উপস্থিতত ছিলেন। গত বারের মতো এ বারও ১৪ জনের সম্পাদকমণ্ডলী গঠন করা হয়েছে। তার মধ্যে বারো জনই পুরনো সদস্য। বছরখানেক আগে মারা যান বিশ্বনাথ মিত্র, অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন সুবোধ গঙ্গোপাধ্যায়। তাঁদের জায়গায় নতুন মুখ, প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ এবং হেকমৎ আলি। |
কংগ্রেস জয়ী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলার তিনটি কলেজে পরিচালন সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল কংগ্রেস। মঙ্গলবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ পরিচালন সমিতির সভপতি পদে নির্বাচিত হন সাংসদ অধীর চৌধুরী। বুধবার নওদার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে পরিচালন সমিতির সভপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় বিধায়ক আবু তাহের খান। গত শনিবার বহরমপুর কলেজের পরিচালন সমিতির সভপতি পদে একই ভাবে নির্বাচিত হন স্থানীয় বিধায়ক মনোজ চক্রবর্তী। |
সমশেরগঞ্জের পঞ্চায়েতে অনাস্থা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস। ওই পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৩। কংগ্রেসের সদস্য ৮। বামফ্রন্টের ৫। পরে বামফ্রন্ট ও কংগ্রেসের ৭ সদস্য তৃণমূলে যোগ দেন। তাই বোর্ড গড়ে তৃণমূলই। তখন প্রধান হন ছবি সিংহ। পূর্বতন কংগ্রেস প্রধান ফারুক হোসেন বলেন, “কংগ্রেসের ৬ সদস্য বুধবারেই অনাস্থার নোটিস জমা দিয়েছেন।” তবে ছবি সিংহ বলেন, “এ ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। অনাস্থা এলে সভায় গরিষ্ঠতার প্রমাণ দেব।” |
দেহ মিলল রোগীর
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগীর দেহ মিলল হাসপাতাল লাগোয়া এক ঝোপে। নাম সনাতন ঘোষ। দুপুরে নিখোঁজ হওয়ার পরে চতুর্থ শ্রেণির কর্মী আবাসন লাগোয়া একটি ঝোপের ভিতর তাঁর দেহ মেলে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে চায়নি। জানা গিয়েছে ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। |
জাল নোট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দেবগ্রাম |
নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম স্টেশন পাড়া অঞ্চল থেকে মঙ্গলবার পুলিশ ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। সব ক’টি নোটই ৫০০ টাকার। দেবগ্রাম স্টেশন পাড়া অঞ্চলে আনারুল শেখ নামে এক তরুণকে গ্রেফতারও করেছে পুলিশ। |
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার এনায়েতনগরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে গ্রামেরই আমবাগানে কাজ করছিলেন তিনি। তখনই ঝড়-বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই বজ্রঘাতে মৃত্যু হয় তাঁর। |