টুকরো খবর
বাগানে চিতাবাঘ
চিতাবাঘের হামলায় দু’জন চা শ্রমিক জখম হন। বুধবার ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হাতিপোতা রেঞ্জের ফাঁসখাওয়া বাগান এলাকায়। জখম শ্রমিকদের নাম জোহেন সিংহ ও হীরামণি তিরকিকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ জখম হন জোহেন এবং ১১টা নাগাদ ক্ষতবিক্ষত হন হীরামণি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “দুটি ঘটনা পাঁচশো মিটারের মধ্যে হয়েছে। এলাকায় খাঁচা পেতে চিতাটি ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” চা বাগান সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি চিতাবাঘ এলাকায় তাণ্ডব চালায়। চা গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থেকে কয়েক ঘন্টার ব্যাধানে দু’বার আক্রমন চালায়। জোহেন সকালে কাজে বার হয়ে বাগানের ৬ নম্বর সেকশনে পাশ দিয়ে একা যাচ্ছিলেন। ওই সময় চিতাবাঘটি পিছন দিক থেকে হামলা চালায়। যুবকের দুই হাত, বুক ও পেটের মাংস ছিড়ে দেয়। ঠোঁটের উপরের অংশ কেটে যায়। চিৎকার শুনে অন্য শ্রমিকরা দৌড়ে এসে জোহেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনার রেশ না মিটতে সকাল এগারোটা নাগাদ হীরামণি বাজার থেকে বাড়ি ফেরে চিতাবাঘের হামলার কবলে পড়েন। চিতাটি তাঁর পিঠে থাবা বসিয়ে পালিয়ে যায়।

৩টি ঘর ভাঙল ২ বুনো দাঁতাল
দুটি বুনো দাঁতাল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তিনটি ঘর ভেঙে ধান, আটা ও লবণ চেটেপুটে খেয়ে জঙ্গলে পালিয়ে গেল। শনিবার রাতে ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল লাগোয়া ছোট চৌকিরবস গ্রামে। জঙ্গলে ফিরে যাওয়ার সময় বুনো দুটি প্রায় ৮ বিঘা পটল ও করলা খেত নষ্ট করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্তত দশদিন থেকে বুনো হাতিরা দল বেঁধে গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বন দফতরের সমস্যার কথা জানিয়ে লাভ হচ্ছে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাকের রেঞ্জার উৎপল দত্ত বলেন, “ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

ট্রেন থেকে উদ্ধার ৩১টি কচ্ছপ
গরিব নওয়াজ এক্সপ্রেস থেকে উদ্ধার হল ৩১টি কচ্ছপ। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরিব নওয়াজ ট্রেন আজমেঢ় শরিফ থেকে কিষাণগঞ্জ পর্যন্ত যাতায়াত করে। সেখানে ট্রেন রক্ষণেবেক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় সেটিকে এনজেপিতে নিয়ে যাওয়া হয়। ট্রেনে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। ব্যাগ থেকে ওই কচ্ছপ উদ্ধার হয়। তার মধ্যে ২০টি কচ্ছপ মৃত অবস্থায় ছিল। সেগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছে আরপিএফ।

বাইসনের ধাক্কা ভ্যানে, জখম ৩
বাইসনের গুঁতোয় জখম পিকঅ্যাপ ভ্যানের তিনজন। বুধবার দুপুরে চাপড়ামারির জঙ্গলের ৩১ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। আহতেরা সকলেই ডায়না চা বাগানের বাসিন্দা। তারা নাগরাকাটা-মালবাজার পিক অ্যাপ ভ্যানে যাচ্ছিলেন। পানঝোরা মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। কয়েক মাস আগে এই রাস্তাতেই বাইসনের গুঁতোয় মোটর বাইক আরোহী নাগরাকাটার এক ব্যবসায়ী মারা যান। ডুয়ার্সের বাসিন্দারা জানান, চাপড়ামারির ভিতর দিয়ে ৪ কিমি ওই রাস্তার দুই ধার আগাছা এবং ঘন জঙ্গলে ভর্তি। জঙ্গল থেকে আচমকা বাইসন, হাতি বা কোনও বন্যজন্তু বার হলে তা দেখা যায় না।

হাতির হানায় ক্ষতি
হাতির দল তাণ্ডব চালাল গড়বেতার গ্রামে। আমলাগোড়া রেঞ্জের মাগুরাশোল গ্রামে মঙ্গলবার রাতে ঢুকে পড়ে গোটা তিরিশেক হাতির একটি দল। ৫-৬টি বাড়ি ভাঙচুরের পাশাপাশি খেতে নেমে সব্জি খেয়ে, মাড়িয়ে নষ্ট করে। তারা সংলগ্ন পাথরিশোল গ্রামেও তাণ্ডব চালায়। প্রতিবাদে বুধবার সকালে বন দফতরের আমলাগোড়া রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “হাতিগুলি দলমার বলেই মনে হচ্ছে। ওদের তাড়ানোর চেষ্টা চলছে। আর গ্রামবাসীরা নিয়ম মেনে ক্ষতিপূরণ পেয়ে যাবেন।”

২ খড়্গ-কারবারি ধৃত
চোরাই মালের দুই কারবারিকে গ্রেফতার করল পুলিশ। আজ ভোরে পবিতরা অভয়ারণ্যের পূর্ব দিকে, জারগাঁও গ্রাম থেকে তাদের ধরা হয়। পবিতরার রেঞ্জার মুকুল তামুলি জানান, মুবারক আলি ও তার এক সঙ্গী গন্ডারের একটি খড়্গ বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে মরিগাঁও পুলিশ তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে খড়্গটি।

ফাঁদে চিতাবাঘ
ছবি: দীপঙ্কর ঘটক।
বন দফতরের পেতে রাখা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ। মঙ্গলবার রাতে মালবাজার ব্লকের নেওড়া নদী চা বাগান এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ফাঁদ পেতে ২০ দিন ধরে সেটিকে ধরার চেষ্টা করছিলেন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াড রেঞ্জের কর্মীরা। ফাঁদে টোপ হিসেবে ছাগল রাখা হয়। জলপাইগুড়ি বন্যপ্রাণ-২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক বলেন, “স্থানীয় বাসিন্দারা লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়ার খবর দেয়। এর পরে ফাঁদ পাতা হয়। বুধবার সকালে চিতাবাঘটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

ছোবলে মৃত্যু
সাপের ছোবলে শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি ঘোষপাড়া এলাকায়। মৃত জিতেন্দ্রনাথ সরকার (৫৮) ভাগশালা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওই ব্যক্তি বাড়ির পাশের খড়ের গাদা থেকে খড় আনতে গিয়ে সর্পদষ্ট হন।

বাঘিনি ফিরল জঙ্গলে
ছবি: বন দফতরের সৌজন্যে।
গোসাবার পীরখালি-১ জঙ্গলে বন দফতরের পাতা খাঁচায় মঙ্গলবার রাতে ধরা পড়ে এক বাঘিনি। বুধবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হল চামটা গোনা-১ জঙ্গলে। সুন্দরবন বায়োস্ফিয়ার রির্জাভ-এর ডিরেক্টর প্রদীপ ব্যাস বলেন, “বাঘিনিটির বয়স প্রায় ৬ বছর। ধরা পড়ার পরে তার শারীরিক পরীক্ষা হয়েছে। সুস্থই আছে সে। এ দিন বিকেল ৪টে নাগাদ তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে পীরখালি-১ জঙ্গলের কাছে গোমর নদী পেরিয়ে বাঘিনিটি দয়াপুর গ্রামে হানা দিচ্ছিল। গত রবিবার রাতে গ্রামে ঢুকে একটি গরু ও দু’টি ছাগলও মারে। গ্রামবাসীদের দাবি মেনে মঙ্গলবার সকালে বন দফতর খাঁচা পাতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.