শ্রমিক অসন্তোষের জেরে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আজ, বৃহস্পতিবার ফের খুলছে রিষড়ার হেস্টিংস জুট মিল। গত ৩১শে মার্চ মিলে শ্রমিক অসন্তোষের জেরে কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছিলেন। যার জেরে স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিলেন। বুধবার কলকাতায় অতিরিক্ত লেবার কমিশনার অরুণ ভট্টাচার্যের ঘরে এক ত্রিপাক্ষিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন মালিকপক্ষ, সরকার পক্ষ এবং মিলের ১০টি ইউনিয়নের প্রতিনিধিরা। শ্রমিক সংগঠনগুলির দাবি কর্তৃপক্ষ ৫৯ জন শ্রমিককে বাইরে রেখে মিল চালু রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রমিক আন্দোলনের জেরে তা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের টালবাহানার মধ্যেই সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত মিল চালু হল।
|
সিনেমা দেখতে বেরিয়ে নিখোঁজ হল তিন কিশোরী। ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার। পুলিশ জানায়, গোলাবাড়ির জেলিয়াপাড়া লেনের বাসিন্দা তিন কিশোরী নেহা শর্মা (১৩), নিতু শর্মা (৯) ও প্রিয়াঙ্কা সাউ (১২) মঙ্গলবার সন্ধ্যায় সালকিয়ার একটি সিনেমা হলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এর পর থেকেই তাদের খোঁজ নেই। রাতে গোলাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের পরিবারের লোকেরা। সপ্তম শ্রেণির ছাত্রী নেহা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিতু দুই বোন। সপ্তম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা তাঁদের পাশের বাড়িতেই থাকে। তিন জনেই হাওড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। |