সম্পাদক সমীপেষু...
কমিশন থাকলে রেষারেষি চলবেই
দুর্ঘটনার দায় বাসচালকেরই, জানালেন মন্ত্রী’ (৫-৬) সংবাদে দেখলাম, দুর্ঘটনা ঘটলে তার দায় বাসচালকেরই উপরে পুরোপুরি চাপবে। এই দায় চাপালেই বাসে বাসে রেষারেষি বা বেপরোয়া দৌড় বন্ধ করা যাবে। নতুন সরকারের পরিবহণমন্ত্রী ‘রেষারেষি’ রোগটার উৎস খোঁজার আদৌ চেষ্টা করেননি। আমার মতে, বাসচালকদের মধ্যে এই রেষারেষি রোগের উৎস হল কমিশন প্রথা। তাই পরিবহণ আইন পাল্টে বেসরকারি বাসচালকদের ঘাড়ে জরিমানার দায় চাপালেই এই রেষারেষির দৌড় বন্ধ হবে না। বাড়তি কমিশনের লোভে বাসচালকদের মধ্যে রেষারেষির দৌড় দিন দিন বেড়েই চলেছে।
কারণ, চালক-কন্ডাক্টররা জানেন যে, বেপরোয়া ভাবে চালিয়ে সামনের বাসকে ওভারটেক করে বাড়তি কিছু যাত্রী তুলতে পারলেই দৈনিক কমিশনের অঙ্কও অনেক বেড়ে যাবে। আর এই বাড়তি যাত্রী তুলে যেমন চালক-কন্ডাক্টররা বাড়তি কমিশন পান, তেমনই বাস মালিকরাও বাড়তি টাকা পেয়ে লাভবান হন। তাই মালিকরাও চান, কমিশন প্রথা থাকুক। রাজ্যের এক জন আইনজীবী তথা প্রবীণ নাগরিক হিসেবে আমি মনে করি, কমিশন প্রথা তুলে দিয়ে রাজ্যের সমস্ত বাসরুটে চালক-কন্ডাক্টরদের মাসমাহিনা (মাসিক বেতন) চালু করা উচিত। এই মাসমাহিনা চালু হলেই চালকদের মধ্যে রেষারেষির দৌড় থাকবে না। ফলে, দুর্ঘটনাও কমবে।


মুসলিম মহিলা বিল কতটা সুবিচার করে?
সম্পাদক সমীপেষু বিভাগে মানসকুমার রায়চৌধুরী লিখিত ‘এখনও সমাজ মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে’ (২৮-৫) শীর্ষক পত্রে মেয়েদের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ প্রশংসার যোগ্য। তবে শ্রীরায়চৌধুরী হিন্দু কোড বিল, সমবেতন, পঞ্চায়েত ও পুরসভায় আসন সংরক্ষণ প্রভৃতি যে সব বিলে মেয়েদের সুবিচার দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলির সঙ্গে মুসলিম মহিলা বিলকেও উল্লেখ করেছেন বলে বলতে চাই, এই বিলটির চরিত্র কিন্তু অন্যগুলি থেকে সম্পূর্ণ বিপরীত। বস্তুত স্বাধীনতার পরে যত আইন হয়েছে, তার মধ্যে শুধু মাত্র এইটিই সুবিচার-বিরোধী। মুসলিম বিবাহে সাধারণ ঘরে খুব সামান্যই দেনমোহর স্থির করা হয়। কারণ, না-হলে পাত্র পাওয়া যায় না। কিন্তু এই বিলের ফলে তালাকের সময় এটুকু ছাড়া আর কিছুতে দাবির অধিকার মুসলিম মহিলাদের থাকে না। ফলে, বিবাহিত জীবনে তাঁরা যে সময় ও পরিশ্রম সংসারে দিয়েছেন, বলতে গেলে তার কোনও দামই তাঁরা পান না। সম্প্রতি বিবাহিত জীবনের সম্পত্তিকে যৌথ মনে করে বিচ্ছেদের সময় স্ত্রীকে তার অংশ দেওয়ার কথা হচ্ছে। কিন্তু কট্টরপন্থীরা তাতেও আপত্তি করছেন। বস্তুত, মুসলিম মহিলা বিলের ফলে দেশের আর সব ধর্মের মহিলাদের থেকে মুসলিম মহিলাদের অধিকার ও নিরাপত্তা কম হয়ে আছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.