টুকরো খবর
অংশীদারি বিক্রিতে রিলায়্যান্স ক্যাপিটালকে সায় সেবি-র
জাপানের নিপ্পন লাইফ ইনশিওরেন্স-এর কাছে নিজেদের অংশীদারি বিক্রির জন্য বাজার নিয়ন্ত্রক সেবি-র সায় পেল রিলায়্যান্স ক্যাপিটাল। বুধবার অনিল অম্বানীর সংস্থাটি জানিয়েছে, এ জন্য সিঙ্গাপুরের বাজার নিয়ন্ত্রক এমএএস-এর সায়ও পেয়েছে তারা। ১,৪৫০ কোটি টাকায় রিলায়্যান্স ক্যাপিটালের অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসার অংশীদারি কিনবে নিপ্পন লাইফ। এর আগেই এ বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক, প্রতিযোগিতা কমিশন এবং পেনশন নিয়ন্ত্রকের সায় পেয়েছে রিলায়্যান্স ক্যাপিটাল। প্রসঙ্গত, গত বছর প্রায় ৩,০৬১ কোটি টাকায় রিলায়্যান্স লাইফ ইনশিওরেন্স-এর ২৬% শেয়ার হাতে নিয়েছিল নিপ্পন লাইফ। এ দিকে, সিঙ্গাপুরের বাজারে শেয়ার ছাড়ার জন্য সেখানকার বাজার নিয়ন্ত্রকের অনুমতি পেয়েছে এডিএজি গোষ্ঠীর অন্য সংস্থা রিলায়্যান্স কমিউনিকেশন্স। সংস্থার সমুদ্রের তলার কেব্ল ইউনিটটিকে আলাদা ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেই এই শেয়ার ছাড়তে পারে সংস্থা। এ জন্য এই ব্যবসার ৭৫% বিক্রিও করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। সে ক্ষেত্রে নতুন সংস্থার নাম হবে গ্লোবাল টেলিকমিউনিকেশন্স ইনফ্রাস্ট্রাকচার। এই শেয়ার ছাড়ার মাধ্যমে সংস্থার প্রায় ১০০ কোটি ডলার তুলতে পারে বলেও খবর। বর্তমানে বাজারে সংস্থার প্রায় ৭০০ কোটি ডলার ধার রয়েছে। বার বার নিজেদের টেলিকম টাওয়ার ব্যবসা ৩০০ কোটি ডলারে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সংস্থা। সংশ্লিষ্টমহলের ধারণা, এই সময়ে এই শেয়ার বাজারে আসলে অনেকটাই সমস্যার সুরাহা হবে তাদের।

শিলিগুড়িতে মাদার ডেয়ারি
শিলিগুড়িতে আউটলেট খুলল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা মাদার ডেয়ারি। এত দিন মাদার ডেয়ারির দুধের বিক্রি কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই সীমাবদ্ধ ছিল। বুধবার শিলিগুড়িতে এই আউটলেটের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উদ্বোধন উপলক্ষে এ দিন সংস্থার তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংস্থার তরফে জানানো হয়, দুধ এবং সমস্ত ধরনের দুগ্ধজাত সামগ্রী বিক্রি করবেন তাঁরা। পণ্যের গুণমান যাতে বজায় থাকে সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সংস্থার তরফে জানানো হয়, গোটা উত্তরবঙ্গেই তাঁরা ব্যবসা করতে চান। সম্প্রতি সংস্থার চিফ জেনারেল ম্যানেজার উদয়ভানু গঙ্গোপাধ্যায় কলকাতায় জানান, উত্তরবঙ্গে বিপণনের জন্য আপাতত বর্ধমানের গুসকরার উৎপাদন কেন্দ্র থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে ১০ হাজার লিটার করে পাউচের দুধ শিলিগুড়িতে পাঠানো হবে। সেখান থেকে তা জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিঙেও পাঠানো হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাদার ডেয়ারির এখন দৈনিক তিন লক্ষ ১০ হাজার লিটার দুধ বিক্রি হয়।

কর্নাটকে ৩৫ হাজার কোটি লগ্নিতে প্রকল্প গড়বে টাটা স্টিল
কর্নাটকের হাভেরি জেলায় বছরে ৬০ লক্ষ টন উৎপাদন ক্ষমতার একটি ইস্পাত কারখানা গড়তে চলেছে টাটা স্টিল। মোট লগ্নির পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি। প্রকল্প গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই তাঁরা আগ্রহপত্র সই করেছেন বলে জানিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ। সংস্থা সূত্রের খবর, এর আগে টাটা মেটালিক্স-ই মূল সংস্থা টাটা স্টিলের সহায়তায় হাভেরি-তে বছরে ৩০ লক্ষ টন উৎপাদন ক্ষমতার একটি ইস্পাত কারখানা তৈরির প্রস্তাব দিয়েছিল। সে ক্ষেত্রে লগ্নি করার কথা ছিল ১৫ হাজার কোটি টাকা। এখন সেই প্রকল্পটিকেই আরও একটু সম্প্রসারিত করার প্রস্তাব নিয়ে এগিয়ে এল টাটা স্টিল নিজেই। যেখানে বাড়তি ২০ হাজার টাকা লগ্নিতে প্রস্তাবিত উৎপাদনের পরিমাণও বাড়ানো হয়েছে আরও ৩০ লক্ষ টন। প্রকল্প গড়ার আগ্রহপত্রে সই করেছেন টাটা স্টিলের তরফে ম্যানেজিং ডিরেক্টর হেমন্ত নেরুরকর এবং কর্নাটক সরকারের তরফে শিল্পোন্নয়ন সংক্রান্ত কমিশনার ও শিল্প-বাণিজ্য দফতরের ডিরেক্টর মহেশ্বর রাও।

মায়ানমারের এজিআই-টাটা মোটরস-এর গাঁটছড়া
বাণিজ্যিক ও যাত্রি-গাড়ি বিক্রির জন্য মায়ানমারের অ্যাপেক্স গ্রেটেস্ট ইন্ডাস্ট্রিয়াল-এর (এজিআই) সঙ্গে গাঁটছড়া বাঁধল টাটা মোটরস। এজিআই-এর সঙ্গে টাটা মোটরস-এর চুক্তি অনুযায়ী, এজিআই ওই কারখানায় তৈরি ট্রাকের পাশাপাশি ভারত থেকে সরাসরি টাটা মোটরস-এর বাণিজ্যিক ও যাত্রি-গাড়ি আমদানি করে বিক্রি করবে। টাটা মোটরস জানিয়েছে, মায়ানমারের কারখানায় আপাতত বছরে ১০০০টি ত্রাক তৈরি হতে পারে। ভবি,্যতে উৎপাদন ক্ষমতা বেড়ে ৫০০০ হবে। এর আগে ‘টার্ন-কি’ পদ্ধতিতে যন্ত্রাংশ জুড়ে ভারী ট্রাক তৈরির কারখানা গড়ার জন্য সেখানকার রাষ্ট্রায়ত্ত সংস্থা মায়ানমার অটোমোবাইল অ্যান্ড ডিজেল ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল টাটা মোটরস। এ জন্য মায়নমারকে ২ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছিল ভারত। কারখানাটি ২০১০-এ ডিসেম্বরেই চালু হয়েছে।

বস্ত্র পার্ক-এর দ্বিতীয় পর্যায় চালু
চালু হল বেলেঘাটার বস্ত্র পার্ক ‘পরিধান’-এর দ্বিতীয় পর্যায়। প্রায় ১০০ কোটি টাকা লগ্নিতে তৈরি এই পরিকাঠামোয় মোট ৪০টি মডিউল তৈরি হয়েছে। শিল্পোন্নয়ন নিগমের দাবি, ২৯জন লগ্নিকারী সেখানে জায়গা নিয়েছেন। বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় এ ধরনের পরিকাঠামো গড়বে রাজ্য। স্থানীয় কারিগরদের প্রশিক্ষণও দেওয়া হবে। পার্কে প্রায় ৭ লক্ষ বর্গ ফুট জায়গা। প্রথম পর্যায়ে গত অর্থবর্ষে ৩২৪ কোটি টাকার উৎপাদন হয়েছে। কর্মী প্রায় ৮০০০। দ্বিতীয় পর্যায়ে ৪০০০ কাজের সুযোগ আছে, দাবি নিগমের।

জিওইনফর্মেটিক্স নিয়ে
জিওইনফর্মেটিক্স -এ এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠ্যক্রমে ভর্তির আবেদনপত্র দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ১৮ জুনের মধ্যে তা নিতে হবে। ১৯ জুন জমার শেষ দিন। প্রতিষ্ঠানটি রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীন। আর পাঠ্যক্রমটি রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত। ২ জুলাই ভর্তির পরীক্ষা। তার পর ইন্টারভিউ। ১ অগস্ট থেকে ক্লাস। ফোন করতে পারেন (০৩৩) ২৫৬৯ ৩৭২২/৩৭৩৬ নম্বরে।

কৃষ্ণের আশ্বাস বিদেশি লগ্নিকারীদের
ভারতে বিনিয়োগ নিয়ে যে সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে, তা দূর করা হবে এবং অর্থনীতিও ঘুরে দাঁড়াবে বলে লগ্নিকারীদের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। কাল মার্কিন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে কৃষ্ণকে মুখোমুখি হতে হয় লগ্নিকারীদের নানা সংশয়ের। তাঁদের বিদেশমন্ত্রী বলেন, “গত দু’দশকে ভারতীয় অর্থনীতি উন্নতি করেছে। তবুও এমন এক একটা সময় আসে যখন মনে হয় উন্নতি এবং অর্থনীতি থেমে গিয়েছে। কিন্তু পরিস্থিতি বদলাবে।”

নয়া ক্যালকুলেটর
ভারতের বাজারে চারটি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর আনল মার্কিন সংস্থা টেক্সাস ইনস্ট্রুমেন্টস। তাদের দাবি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও বাণিজ্য পড়ুয়াদের কথা ভেবে আনা হয়েছে এগুলি। এ দেশে পণ্যগুলি বিপণনের জন্য সংস্থাটি চুক্তি করেছে স্ট্যাটওয়ার্কস ইন্ডিয়ার সঙ্গে।

নতুন নিয়োগ
আর রামকৃষ্ণন পলিক্যাবের ভাইস-চেয়ারম্যান, জয়েন্ট-এমডি এবং গ্রুপ সিইও-র দায়িত্ব পেয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.