খণ্ডঘোষে প্রহৃত তৃণমূল নেতা |
রাতে বাড়ি ফেরার পথে দুষ্কতীদের হামলায় জখম হলেন এক তৃণমূল নেতা-সহ দু’জন। খণ্ডঘোষের কুলচৌরা গ্রামে মঙ্গলবার রাতের ঘটনা। জখম নেতা নুর আলি মিদ্দা খণ্ডঘোষ থানার পুলিশের কাছে অভিযোগ করেন, এ দিন রাতে বন্ধু সামসুদ্দিন মিদ্দার বাইকে চেপে বাড়ি ফেরার সময়ে কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। লাঠি, রড দিয়ে মারধর করে। তাঁদের বধর্মান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ঘটনাটির তদন্ত চলছে। চার জনকে আপাতত আটক করা হয়েছে।”
|
অস্থায়ী উপাচার্য এ বার বর্ধমানে |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হচ্ছেন স্মৃতিকুমার সরকার। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। নতুন দায়িত্বের কথা জানিয়ে বুধবার তাঁর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান স্মৃতিকুমারবাবু। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ষোড়শীমোহন দাঁ-র কার্যকাল শেষ হচ্ছে ১৫ জুন। স্মৃতিকুমারবাবু ১৬ জুন দায়িত্ব নেবেন। উচ্চশিক্ষা দফতরের এক কর্তা বুধবার বলেন, “ছ’মাসের জন্য অস্থায়ী ভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হচ্ছে স্মৃতিকুমারবাবুকে।”
|
সাঁতারে সাতটি পদক বর্ধমানের |
রাজ্য সাঁতারে সাতটি পদক পেল বর্ধমান। দলের প্রত্যয় ভট্টাচার্য তিনটি সোনা ও সায়নী দাস একটি সোনা ও একটি রূপো জেতেন। সহেল রুদ্র পান একটি রূপো ও একটি ব্রোঞ্জ। ঢাকুরিয়া লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় বর্ধমান জেলা দলে মোট ২০ প্রতিযোগী ছিলেন। |