ফুটবল মাঠে বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির ভাদুয়ায়। পুলিশ জানায়, মৃতদের নাম শেখ নৌসাদ (১৭) এবং শেখ জসিমুদ্দিন (২৪)। দু’জনেরই বাড়ি স্থানীয় ভাদুয়া গ্রামে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে ভাদুয়া পুকুরপাড়ের মাঠে বেশ কয়েক জন যুবক ফুটবল খেলছিলেন। হঠাৎই আকাশ কালো করে ঝড়বৃষ্টি নামে। ঘন ঘন বাজ পড়ছিল। হঠাৎই বাজ পড়ে মাঠে। ঘটনার প্রত্যক্ষদর্শী মইনুদ্দিন মোল্লা বলেন, “আমি পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। আকাশের অবস্থা দেখে খেলা থামাতেও বলি। এক দল বলে, একটা গোল হলে থামিয়ে দেব। কিন্তু ওরা খেলা চালাতেই থাকে। আমি আর অপেক্ষা না করে সবে বাড়ির পথে পা বাড়িয়েছিলাম। হঠাৎ আকাশ থেকে যেন এক একটা আগুনের গোলা নেমে এল। তীব্র আওয়াজে কান ফাটার জোগাড়। দেখলাম মাঠে যারা খেলছিল, তাদের কেউ কেউ পড়ে গেল, কেউ বসে পড়ল।” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ছুটে আসেন। খবর পেয়ে আসে পুলিশ। আহতদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নৌশাদ এবং এবং জসিমুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জখম কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক অন্য দিকে, শনিবার সকালে ঝড়-বৃষ্টির মধ্যেই একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করার সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-১ ব্লকের তরুরুই গ্রামে। মৃতের নাম মনোরঞ্জন দাস (২৩)। বজ্রপাতে আরও এক জন আহত হন। এ দিন ভোরে প্রবল ঝড় বয়ে যায় পাশের মোহনপুর ব্লকেও। সীতাপুর গ্রামে অনেকগুলি বাড়ি ভেঙেছে এবং পান-বরোজেরও ক্ষতি হয়েছে বলে স্থানীয় ও ব্লক প্রশাসন সূত্রের খবর। |