টুকরো খবর
গরমে মিছিল নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
অসহনীয় গরম না-কমা পর্যন্ত রাজ্যের কোথাও রোদে প্রকাশ্য মিটিং-মিছিল করতে দলীয় কর্মীদের নিষেধ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের বর্ষপূর্তিতে শনিবার বিকেল তিনটেয় গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত মিছিল করার কথা ছিল দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসি-র। মিছিলে পা মেলানোর কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতি ও দক্ষিণ কলকাতার সাংসদ সুব্রত বক্সি-সহ কয়েক জন নেতার। কিন্তু এই গরমে হেঁটে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, এই আশঙ্কায় শুক্রবার ওই মিছিল আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন মমতা। একই সঙ্গে, সুব্রতবাবুকে মমতা জানান, এই গরমে রাজ্যের কোথাও যেন রোদের মধ্যে মিটিং-মিছিল (পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার বাদে) না-করা হয়।

উপনির্বাচনের মুখে কমিশনের দ্বারস্থ সিপিএম
বাঁকুড়া সদর ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরে উপনির্বাচনের আগে তৃণমূলের উপর চাপ তৈরি করতে নির্বাচন কমিশনের কাছে দরবার করল সিপিএম। আজ দিল্লিতে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠকের ফাঁকেই তৃণমূলের ‘অবাধ সন্ত্রাস’-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দফতরে যান বিমান বসু, সীতারাম ইয়েচুরি ও সূর্যকান্ত মিশ্র। তাঁদের অভিযোগ, সদ্য শেষ হওয়া পুর-নির্বাচন এবং তার আগে ভবানীপুর ও দক্ষিণ কলকাতার উপনির্বাচনেও তৃণমূল সন্ত্রাস চালিয়েছে। অনেক এলাকায় সিপিএমকে প্রচারও করতে দেওয়া হয়নি। বিদায়ী ও নবনির্বাচিত মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি এবং ভি এস সম্পথের কাছে স্মারকলিপি দেন তাঁরা। সূর্যকান্ত বলেন, “বহু জায়গায় তৃণমূলের বাইক-বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। আদর্শ আচরণবিধির পরোয়া না করে ক্লাবগুলিকে এখন টেলিভিশন বিলি করা হচ্ছে।” ইয়েচুরি জানান, তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস মিলেছে।

গরমে মৃত্যু
এক দিকে যখন ঝড়বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়, তখনই গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বীরভানপুর এলাকা। মৃতের নাম অর্জুন ঝাঁ (৩৫)। তাঁর বাড়ি লেবারহাট এলাকায়। এ দিন বীরভানপুর শ্মশানে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, শনিবার সাঁইথিয়া স্টেশনেও মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। যাত্রীদের দাবি, প্রচণ্ড গরমে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন অজ্ঞাতপরিচয় ওই মহিলা। পুলিশ দেহ ময়না-তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.