এর চেয়ে ভাল শুরু আর কী হতে পারত? ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-১ উড়িয়ে দিয়ে স্বভাবতই খুশি রাশিয়ার ফুটবলাররা। খুশি, আবার সতর্কও। প্রথম ম্যাচেই বড় জয়ের আনন্দে ভাসতে গিয়ে যেন দলে আত্মতুষ্টি না ঢুকে পড়ে।
শুক্রবার রাশিয়ার জয়ের অন্যতম নায়ক রোমান পাভলুচেঙ্কোর গলায় তাই সতর্কতা। “আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই জয় নিয়ে খুব বেশি মাতামাতি না করে ফেলি। পরের ম্যাচের আগে মাত্র তিন দিন পাচ্ছি। কাল থেকেই এই ম্যাচের কথা ভুলে গিয়ে পোল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করে দিতে হবে,” বলে রাশিয়ান ফরোয়ার্ড যোগ করেছেন, “আমাদের কাজ মোটেও শেষ হয়ে যায়নি। এখনই আত্মতুষ্টিতে ভেসে যাওয়ার বিলাসিতা আমরা দেখাতে পারব না। জানি, পরের ম্যাচগুলো অনেক বেশি কঠিন হবে।”
ইউরো অভিযানের প্রথম ম্যাচের ব্যাখ্যা দিতে গিয়ে রাশিয়ার মিডফিল্ডার রোমান শিরোকভ আবার জোর দিয়েছেন তাঁর দলের পরিস্থিতির সুযোগ নিতে পারার ক্ষমতার উপর। ম্যাচের পর তিনি বলেছেন, “প্রথম যে তিনটে সুযোগ পেয়েছিলাম, তার থেকে দুটো গোল করতে পেরেছি। সেটা আমাদের খুব সাহায্য করেছে। আমাদের শুরুটা ভাল না হলেও কিন্তু ২৫ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে গিয়েছিলাম।” সঙ্গে যোগ করেছেন, “চেক একটা গোল শোধ করার পরে কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। হাফটাইমে নিজেরা নিজেদের বলেছিলাম যে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ভাল খেলতেই হবে। কিন্তু সাত মিনিটের মধ্যেই ওরা গোল করে দিল। আমাদের ভাগ্য ভাল যে তার পরপরই গোল করতে পেরেছিলাম। জেতার জন্য সবাই মরিয়া ছিলাম। কিন্তু এত ভাল ভাবে জিতব, ভাবতেই পারিনি।” |
গোল করে পাভলুচেঙ্কো। ছবি: রয়টার্স |
রাশিয়ার ডিফেন্ডার ইউরি জার্কভ মনে করছেন, প্রথম ম্যাচটা জেতা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। “এই তিনটে পয়েন্ট পাওয়া খুব জরুরি ছিল। ইতালির সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ৩-০ জয়ের পরে আজ ৪-১ জেতাদুটো ম্যাচেই আমরা বেশ ভাল খেলেছি। রক্ষণ আর আক্রমণ দুটোই ভাল হয়েছে,” শুক্রবার জিতে উঠে বলেছেন জার্কভ।
ইউরোর অন্যতম আয়োজক দেশ পোল্যান্ডের কোচ আবার জানিয়েছেন, অভিজ্ঞ গ্রিকদের সঙ্গে টক্কর দেওয়ার চাপ নিতে পারেনি তাঁর তরুণ দল। “ম্যাচের পর প্রত্যেক ফুটবলারকে অভিনন্দন জানিয়েছি। ওদের বলেছি ভেঙে না পড়তে, কারণ ম্যাচটা হারলে পরিস্থিতি আরও খারাপ হত। একটা ড্র মানেই আমাদের লড়াই শেষ হয়ে যাওয়া নয়,” বলে স্মুডা যোগ করেছেন, “টুর্নামেন্টে এখনও আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। আরও দুটো ম্যাচ বাকি আছে। আমাদের উচিত প্রথম ম্যাচ নিয়ে বেশি না ভেবে পরের ম্যাচগুলোর জন্য তৈরি হওয়া।”
অন্য দিকে প্রথম ম্যাচে ১-০ পিছিয়ে থেকেও ড্র করায় খুশি গ্রিক কোচ ফার্নান্দো স্যান্টস। “দ্বিতীয়ার্ধে আমরা যে রকম খেলেছি, তার জন্য ফুটবলারদের প্রশংসা করতেই হয়। প্রথম কুড়ি মিনিটের বেশ কয়েকটা ভুল বাদ দিলে বাকি ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। প্রথম ২৫ মিনিটের পরে আমরা অনেক উন্নতি করেছি।” |