ইউরোয় আজ নামছেন বিশ্ব চ্যাম্পিয়নরা
বড় ম্যাচে দুশ্চিন্তায় দুই কোচ
টিকি-টাকার ছন্দ বনাম রক্ষণাত্মক ফুটবল থেকে নতুন ধারায় বেরিয়ে আসার চেষ্টা। ইউরোপের দুই ফুটবল দৈত্যের সম্মুখ সমর!
স্পেনের কাছে রবিবারের ম্যাচটা তাদের খেতাব ধরে রাখার লড়াইয়ে প্রথম ধাপ। ইউরো এবং বিশ্ব চ্যাম্পিয়নরা রবিবার মাঠে নামছে শেষ দশটা ম্যাচের ন’টা জিতে আসার দৃপ্ত আত্মবিশ্বাস নিয়ে। অন্য দিকে, ঘরোয়া ফুটবলের বেটিং কেলেঙ্কারি আর খারাপ ফর্মের জোড়া ধাক্কায় বিধ্বস্ত আজুরি নীল-বাহিনী। ইউরোর প্রস্তুতি পর্বের যন্ত্রণা ভুলে রবিবার ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে যারা।
ইতালিকে অবশ্য যতই বিবর্ণ লাগুক, তাদের ছোট করে দেখার ভুল করতে নারাজ ভিন্সেন্ট দেল বস্কির ছেলেরা। স্পেন এবং বার্সেলোনার সেন্টার ব্যাক জেরার্ড পিকে যেমন বলেছেন, “দেখে মনে হচ্ছে ইতালি দলটার মন অন্য কোথাও পড়ে আছে। তবে ওদের যতই নড়বড়ে লাগুক না কেন, ইতালির থেকে জটিল প্রতিপক্ষ আর হয় না। আমি নিশ্চিত ওরা অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবেই।” ইতিহাসও বলছে, ঘরোয়া ফুটবলে কেলেঙ্কারির কালো মেঘ দেখা দিলেই বড় মঞ্চে জ্বলে ওঠে দলটা। যেমন জ্বলে উঠেছিল ১৯৮২-তে বা ২০০৬ বিশ্বকাপে।
স্পেন তাদের শেষ পঁয়তাল্লিশটা ম্যাচের মধ্যে একচল্লিশটা জিতে খেলতে নামছে ইউরোয়। তবু রবিবার দেল বস্কির কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতে বাধ্য। লা ফুরিয়া রোজার সবথেকে বড় দুশ্চিন্তা দাভিদ ভিয়া এবং কার্লোস পুয়োলের না থাকা। মাঠে নেমে গত বিশ্বকাপের দুই নায়কের এই অভাব ঢাকাটাই আপাতত স্প্যানিশ কোচের সব থেকে বড় চ্যালেঞ্জ। রক্ষণে পুয়োলের অভাব ঢাকা সহজ হবে না, সেটা দেল বস্কি ভালই জানেন।
অন্য দিকে, ভিয়ার সমান বিপজ্জনক ফরোয়ার্ড খুঁজতে বসেও অস্বস্তিতে পড়তে হচ্ছে তাঁকে। যিনি ভিয়ার আদর্শ বিকল্প হতে পারতেন, সেই ফের্নান্দো তোরেস ফর্মে নেই। ফলে তোরেস না ফর্মে থাকা ইয়োরেন্তেকে খেলাবেন, সেই সিদ্ধান্তটা নিতে হবে। দাভিদ সিলভা, ইনিয়েস্তা, মাতা, নাভাসরা আছেন। যাঁরা বলছেন, “দাভিদ যে গোলগুলো করত, সেগুলো আমাদের সবাইকে মিলে করে দেখাতেই হবে।” কিন্তু এঁরা ভিয়ার বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন কি না, সে প্রশ্নের উত্তর পেতে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
এ দিকে, সিজার প্রানদেলির দল মাঠে নামার আগেই বেটিং কেলেঙ্কারির জেরে দোমেনিকো ক্রিসিতোকে হারিয়েছে। লিগামেন্টের চোটে ছিটকে গিয়েছেন দলের এক নম্বর গোলকিপার গিসেপ্পি রোসি। তার উপর চোট পেয়ে প্রথম দুই ম্যাচে নেই আন্দ্রিয়া বারঝাগলি। যে কারণে প্রানদেলি নিজের রণকৌশল পর্যন্ত নতুন করে সাজাতে বাধ্য হয়েছেন। ৪-৩-১-২ বদলে ৩-৫-২। ইদানীং আগের কাতানেচিও সিস্টেম বদলে বল পজেশন, মাঝমাঠ নিয়ন্ত্রণের উপর জোর দিয়ে খেলছে ইতালি। কিন্তু চোট সমস্যা সামলাতে খুব সম্ভবত মাঝমাঠ থেকে রক্ষণে নামিয়ে আনা হচ্ছে দানিয়েল দে রোসিকে। একগাদা প্রশ্ন ঘুরছে প্রানদেলির মাথায়। রক্ষণের নেতৃত্ব দেবেন কে? বালোতেলি আর কাসানোর ভূমিকাও এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারেননি। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া দলে অভিজ্ঞতার অভাব। প্রানদেলির হাতে এমন এক জনও নেই যিনি দেশের হয়ে ১০টার বেশি গোল করেছেন। সবথেকে বড় কথা, ইউরোয় নিজেদের শেষ ন’টা ম্যাচের মধ্যে মাত্র দু’টো জিতেছে তাঁর দল। সেটা ইতালীয়দের মনস্তত্ত্বে কাজ করতে বাধ্য। সব মিলিয়ে স্বস্তিতে নেই ইতালি কোচও।
স্পেন বনাম ইতালি মুখোমুখি লড়াইয়ের একটা হিসাব বলছে স্পেন জিতেছে ৮ বার, ড্র করেছে ১১ বার আর হেরেছে ১০ বার। যার শেষেরটা গত বছরের অগস্টে। দু’দলের সেটাই ছিল ইউরোর আগে শেষ সাক্ষাৎ এবং ইতালি জেতে ২-১। তবে লাল গোলাপকে ভরসা জোগাবে ইতালির সঙ্গে শেষ বার ইউরোয় মোলাকাতের স্মৃতি। চার বছর আগে কোয়ার্টার ফাইনালে ইতালিকে পেনাল্টিতে হারিয়েছিল তারা। কাপ রক্ষার লড়াইয়ের প্রথম ম্যাচে সেই স্মৃতি থেকেই শক্তি নিতে চাইছে লাল গোলাপ।

ত্রাপাতোনির অঙ্ক মদরিচকে থামাতে
এক জনের বয়স তিয়াত্তর। অন্য জনের তেতাল্লিশ। দু’জনের মধ্যে প্রায় তিরিশ বছরের পার্থক্য। সাফল্যের বিচারেও এক জন আর এক জনের ধারেকাছে আসেন না।
ইউরোপের চারটে দেশ মিলিয়ে যেখানে ট্রফির কোনও অভাব নেই আয়ার্ল্যান্ডের ইতালীয় কোচ জিওভানি ত্রাপাতোনির ঝুলিতে, সেখানে সাফল্যের স্বাদ এখনও অধরা ক্রোয়েশিয়া কোচ স্ল্যাভান বিলিচের। এখন দেখার, রবিবার ইউরো কাপে অভিজ্ঞ ত্রাপাতোনিকে কি আটকাতে পারবেন আর্সেন ওয়েঙ্গার ও মার্সেলো লিপ্পির থেকে পরামর্শ পাওয়া বিলিচ?
উত্তর জানতে রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবেই। কিন্তু তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, দু’দলের স্ট্র্যাটেজির দিকে। বিশেষ করে যেখানে তাদের গ্রুপে অন্য দুই প্রতিদ্বন্দ্বীর নাম স্পেন আর ইতালি, সেখানে ত্রাপাতোনি আর বিলিচ দু’জনেই প্রথম ম্যাচ জিততে মরিয়া। আর সেই লক্ষ্যে আয়ার্ল্যান্ড কোচের অস্ত্র চেলসি-মডেল। বিলিচের অস্ত্র টটেনহ্যাম হটস্পারের জোড়া ফলা লুকা মদরিচ ও নিকো ক্রান্সার। দু’জনের বোঝাপড়ার সুফল ইউরোয় তুলতে চাইছেন ক্রোয়েশিয়া কোচ।
আয়ার্ল্যান্ডকে আটকাতে সব রকম ছক কষে রাখছেন বিলিচ। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ক্রোয়েশিয়া কোচ বলেছেন, “আমি আইরিশ দলকে প্রচণ্ড শ্রদ্ধা করি। ওরা ভাল দল। ওরা বড় দল বলে আমরা প্ল্যান এ, বি, সি সব রকম স্ট্র্যাটেজি তৈরি রাখছি।” ক্রোয়েশিয়ার মেরুদণ্ড মদরিচকে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ইউরোপে। তাঁকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোনও সন্দেহ নেই, রবিবারের ম্যাচে ত্রাপাতোনির যাবতীয় অঙ্ক ঘোরাফেরা করবে মদরিচকে থামানোর লক্ষ্যেই।

বর্তমান ও প্রাক্তন বিশ্বসেরার লড়াই
ছক: ৪-২-৩-১
কোচের তিন প্রশ্ন: ফর্মে না থাকা তারকা তোরেসকে খেলাবেন, না, ফর্মে থাকা ইয়োরেন্তেকে? মাঝমাঠে এতভাল ফুটবলার, কাকে বসাবেন ফাব্রেগাস না বুসকেতস? পুওলের অভাব রক্ষণ ঢাকতে পারবে?
স্টাইল: তাঁদের টিকিটাকা ফুটবল বিশ্বখ্যাত। ছোট পাসের বন্যা বইয়ে দেয় মাঝমাঠ। বার্সেলোনা ক্লাবের খেলার ধারাটাই জাতীয় দলে।
কোচ-ফুটবলার সম্পর্ক ভাল।
শেষ ১০ ম্যাচের ফর্ম: ৮ টি জয়। ১টি ড্র (কোস্তা রিকা)। ১ হার (ইংল্যান্ড)।
শেষ ৫ ম্যাচের ফর্ম: ৪ টি জয়। ১ টি ড্র।
কোচের অতীত: ভিসেন্তে দেল বস্কি গত ইউরোর পরে দায়িত্ব নিয়ে স্পেনকে বিশ্বকাপ দিয়েছেন। রিয়াল মাদ্রিদে ১৫ বছর খেলেছেন। জেতেন ৫টি লা লিগা। রিয়ালের কোচ হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, একটি বিশ্ব ক্লাব কাপ জেতেন।

ইতালি
ছক: ৪-৩-১-২
কোচের তিন প্রশ্ন: ডিফেন্সে নেতার ভূমিকায় কে থাকবেন? বালোতেলি, কাসানোর ভূমিকা কী হবে? শেষ তিন ম্যাচে হারের ধাক্কা সামলানো যাবে?
স্টাইল: ইতালি আগের মতো কাতানেচিও সিস্টেমে খেলছে না। বল পজেশন, মাঝমাঠ নিয়ন্ত্রণের উপর জোরদিচ্ছে। শেষ তিনটি ম্যাচে হারলেও তাদের ডিফেন্স ক’দিন আগেও ছিল অন্যতম সেরা।
শেষ ১০ ম্যাচের ফর্ম: ৫টি জয়। হার ৪ (আয়ার্ল্যান্ড, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, রাশিয়া)। ড্র ১ (সার্বিয়া)
শেষ ৫ ম্যাচের ফর্ম: জয় ২, হার ৩।
কোচের অতীত: সিজার পান্দ্রেলি ফিওরেন্তিনায় খুব ভাল পারফরম্যান্স করেছিলেন। ছিলেন পাঁচ বছর। খেলতেন জুভেন্তাসে। চ্যাম্পিয়ন্স লিগ, কাপ উইনার্স কাপের সঙ্গে ৩ বার সিরি এ জেতেন।

শেষ ম্যাচে স্পেন ১-২ হেরে যায় ইতালির বারিতে। ১০ অগস্টে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.