জার্মানি-১ (গোমেজ)
পর্তুগাল-০ |
অন্যতম ফেভারিট হিসেবে যে কোনও টুর্নামেন্ট শুরু করার সমস্যা হল, কোনওরকম অঘটন ঘটে গেলে তার দায় নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই জার্মানি যে ইউরোর প্রথম ম্যাচটায় বেশ সাবধানী ফুটবল খেলল, তার জন্য কোচজোয়াকিম লো-কে দোষ দিতে পারছি না। বরং বলব, যত সময় যাবে, এই জার্মানির ফুটবল খুলবে। যাদের ডিফেন্সএত জমাট, তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। প্রথমার্ধে সে ভাবে চোখে না পড়লেও দ্বিতীয়ার্ধে অনেক সংঘবদ্ধ ফুটবল খেলল জার্মানি। ঠিক যে ভাবে শুরু করা উচিত, সে ভাবেই শুরু হল জার্মানির ইউরো।
|
লো দায়িত্ব নেওয়ার পরে জার্মান ফুটবল সম্পর্কে চিরাচরিত ধারণাটাই বদলে গিয়েছে। জার্মানরা রোবটের মতো যান্ত্রিক ফুটবল খেলে, এই প্রচলিত ধারণটাই বদলে দিয়েছে লো। ওজিল, খেদেইরা বা মুলাররা সৃষ্টিশীল ফুটবলার। জার্মানদের ফুটবলটা এখন হয়ে গিয়েছে অনেকটা স্পেন বা বার্সেলোনার মতো। যেখানে যান্ত্রিক নড়াচড়ার বদলে অনেক আগে আসছে সৃষ্টিশীলতা। মনে রাখতে হবে, অন্যতম ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টে খেলতে এসেছে জার্মানি, যোগ্যতা অর্জন পর্বে টানা দশটা ম্যাচ জিতেছে, ৩৪ টা গোলও করেছে। দীর্ঘদিন বড় টুর্নামেন্ট জেতেনি বলে একটা প্রত্যাশার চাপও তৈরি হয়েছে। সে কারণেই সম্ভবত প্রথমার্ধে বেশ সতর্ক ফুটবল খেলছিল জার্মানি।
যেখানে ঝুঁকি কম। সমস্যা হচ্ছিল ওজিল বা মূলার সে ভাবে খেলা তৈরি করতে পারছিল না। মিডফিল্ডে এক গাদা পাস খেলা হচ্ছিল, কিন্তু ফাইনাল পাস আর বেরোচ্ছিল না। দ্বিতীয়ার্ধে ছবিটা বদলাল আর তাতেই গোল। স্ট্রাইকার হিসেবে মারিও গোমেজ অনেক উন্নতি করেছে। ক্লোসে-র জায়গায় ওকে বাছা হয়েছে। ঠিক সময়ে চমৎকার হেডে গোল করে গেল ও। গোলকিপারের কিছুই করা ছিল না।
|
ম্যাচটাকে বলা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম জার্মানি। রোনাল্ডোকে অনেকটা নেমে খেলতে দেখলাম। হয়তো নানিকে সাপোর্ট করার জন্য এই ব্যবস্থা। সঙ্গে পস্তিগারর কথাও বলতে হবে। পর্তুগাল আক্রমণের ভিতটা কিন্তু বারবার ও-ই গড়ছিল। গতি অসাধারণ, কিন্তু রোনাল্ডোর একার পক্ষে জার্মান ডিফেন্সে বড়োসড়ো আতঙ্ক তৈরি করা সম্ভব হয়নি। প্রথমার্ধে অবশ্য পর্তুগাল এক গোলে এগিয়ে যেতেও পারত। পেপের যে শটটা ক্রস বারে লেগে গোললাইনে পড়ল, সেটাকে গোল ভেবে আবেদন করেছিল পর্তুগাল। বল গোললাইন পেরোয়নি এবং গোল না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। ওই একবারই জার্মানদের জমাট ডিফেন্সকে নড়বড়ে লাগল। শেষ দিকে পর্তুগাল চেষ্টা করলে জার্মান গোলকিপার নয়ার অনবদ্য ছিল বলে গোল হয়নি।
|