ভারতের বাজারে বিদেশি লগ্নি টানতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে রোড শো-এর আয়োজন করতে চলেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের তত্ত্বাবধানে এই সব রোড-শোতে অংশ নেবে বিদেশ মন্ত্রক, বাজার নিয়ন্ত্রক সেবি, রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ‘বিপুল লগ্নির সম্ভাবনাময় গন্তব্য ভারত’ নামের এই প্রচারকার্য আয়োজনের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় অর্থনীতি বিষয় দফতর।
আগামী কাল রবিবার থেকে সৌদি আরব, দুবাই, কুয়েত, বাহরিন এবং ওমানে শুরু হবে এই রোড-শো। চলবে ১৪ জুন পর্যন্ত। সংশ্লিষ্টমহলের আশা, ঠিক মতো প্রচার চালাতে পারলে এগুলি থেকে আগামী দু’বছরে প্রায় ৯,০০০ কোটি ডলারের লগ্নি আসতে পারে ভারতে। এই পাঁচটি দেশের পর ইউরোপ এবং আমেরিকাতেও এ ধরনের রোড-শো আয়োজন করবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
অর্থনীতি বিষয় দফতরের সচিব আর গোপালন জানান, ভারতে যে লগ্নির বিপুল বাজার রয়েছে, তা এর মাধ্যমে তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সূত্রে খবর, ভারতে লগ্নিতে উৎসাহ দেখিয়েছে বেশ কিছু উপসাগরীয় দেশ। সরকারি বন্ডের ক্ষেত্রেও এই দেশগুলি থেকে ভাল আয় হচ্ছে। সেই কারণেই এখান থেকেই রোড শো শুরু করতে চায় অর্থ মন্ত্রক। যেখানে প্রাধান্য দেওয়া হবে ভারতের শেয়ার বাজারে বিদেশিদের সরাসরি লগ্নির বিষয়টি। পাশাপাশি, বৈদেশিক বাণিজ্যিক ঋণ এবং বন্ডের বাজারের নিয়ন্ত্রণমুক্তি নিয়েও আলোচনা করা হবে। প্রসঙ্গত, ভারতের অর্থনীতিতে আস্থা হারানোর ফলে এপ্রিল থেকে প্রায় ২,০০০ কোটি টাকার লগ্নি তুলে নিয়েছে বিদেশি সংস্থাগুলি। যে কারণে ডলারের তুলনায় ক্রমাগত টাকার দামের পতনও ঘটেছে। যা রুখতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে আরবিআই। পাশাপাশি, উপসাগরীয় এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির লগ্নিকারীদের ভারতে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করার অনুমতি দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় বিদেশি সংস্থাগুলির আস্থা ফেরাতে এ বার এই রোড-শোকেই হাতিয়ার করছে অর্থ মন্ত্রক। |