শিল্প না- থাকলেও মেধাসম্পদের জোগানদার হিসেবে শিল্পমহলকে টানছে পশ্চিমবঙ্গ। মেধাসম্পদের কথা ভেবেই রাজ্যে অফিস খুলল ইজরায়েলের ‘অফার শিপিং’ গোষ্ঠী। তাদের দাবি, জাহাজ শিল্পে দক্ষ কর্মীর জোগান প্রয়োজনের তুলনায় কম। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনার কথা মাথায় রেখেই দক্ষ কর্মীর বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগী তারা। গোষ্ঠীর কর্তা নীর গেভা ও ক্যাপ্টেন শঙ্কর দাসের দাবি, রাজ্যে দক্ষ মেধাসম্পদ ও তারাতলা মেরিন ইনস্টিটিউটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলকাতার গুরুত্ব বেশি।
বিশ্ব জোড়া মন্দার মধ্যেও ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়ে তাঁরা। তাঁদের দাবি, আগাম প্রস্তুতি না-নিলে সুযোগ হারাতে হবে। তাই অফিস খুলে কর্মী নিয়োগের পরিকল্পনা সংস্থার। এই কারণে নতুন নিয়োগের পক্ষে সওয়াল করেন ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কর্তা ওয়াই এস সিদ্দিকি-ও। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে তিনি আমেরিকা বা ইউরোপের সঙ্গে ভারতের তুলনার সমালোচনা করেন। তিনি বলেন, সেখানকার মতো অনেক ভারতীয় সংস্থা খরচ কমাতে প্রথমেই মানবসম্পদে কোপ ফেলে। বিষয়টি দীর্ঘমেয়াদি নীতি হিসেবে দেখা উচিত। কারণ, দক্ষ কর্মী না -থাকলে সুযোগ হাতছাড়া হবে।
|
ভারতের বৈদেশিক মুদ্রার সম্পদ ১ জুন শেষ হওয়া সপ্তাহে ২৪০.২ কোটি ডলার কমে হল ২৮,৫৮৬ কোটি, জানাল রিজার্ভ ব্যাঙ্ক। টাকার দাম পড়া ঠেকাতে ডলার বিক্রির জেরে এই পতন। |