নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকারের চুক্তিচাষ চালুর উদ্যোগের প্রতিবাদে এবং সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের মাসিক ভাতা বাড়ানোর দাবিতে আগামিকাল, বৃহস্পতিবার অবস্থান-বিক্ষোভ করবে সিপিআই (এমএল) লিবারেশন। রাজ্যের বিডিও দফতরগুলির সামনে ওই বিক্ষোভ হবে। ওই কর্মসূচিতে লিবারেশন বিডিওদের মারফৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপিও দেবে।
লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ মঙ্গলবার জানান, চুক্তিচাষ কৃষক এবং উপভোক্তাউভয়েরই স্বার্থবিরোধী। এতে বেসরকারি সংস্থাগুলি কৃষকদের নানা শর্তে বাঁধবে, বাজার দখল করবে একচেটিয়া ভাবে এবং জিনিসের দামও নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জন্য রাজ্য যে মাসিক এক হাজার টাকা ভাতা ঘোষণা করেছে, তাকে কৃষকদের প্রতি ‘ভিক্ষা’ বলে আখ্যা দিয়েছে লিবারেশন। তাদের দাবি, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক, খেতমজুর, পাট্টাদার, বর্গাদারসকলকে এককালীন ৬ লক্ষ টাকা এবং প্রতি মাসে ৬ হাজার টাকা ভাতা দিতে হবে।
আজ, বুধবার সিটু অফিসে বামফ্রন্ট এবং তাদের বাইরে থাকা বাম দলগুলির বৈঠক হচ্ছে না। কারণ, আজ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠকের দিন নতুন করে ঠিক করা হবে। সাংস্কৃতিক ফ্রন্টকে সামনে রেখে বৃহত্তর বাম ঐক্যের উদ্যোগ নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা। ওই বৈঠকে যোগ দিতে রাজি থাকলেও লিবারেশন মনে করে, সাংস্কৃতিক ফ্রন্ট এবং রাজনৈতিক ফ্রন্টের ক্ষেত্রে আলাদা ঐক্যের উদ্যোগ হওয়া উচিত। কারণ, রাজনৈতিক ব্যক্তিত্বরা সাংস্কৃতিক পরিসরে হস্তক্ষেপ করলে শিল্প এবং শিল্পীর স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। বৈঠকে গিয়ে ওই মত জানাবে লিবারেশন। |