নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুলিশ তথা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে একই দিনে স্বরাষ্ট্রসচিব এবং মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়-সহ তিন নেতা মঙ্গলবার মহাকরণে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আর অসীম সরকার-সহ বিজেপি-র তিন নেতা যান রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের কাছে।
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৩১ মে বন্ধের সমর্থনে রাস্তায় নেমে যে বিজেপি কর্মীরা গ্রেফতার হন, তাঁদের মধ্যে ২৯ জন এখনও জেলে। বিজেপি-র দাবি, ধৃতরা কোথাও ভাঙচুর করেননি। শান্তিপূর্ণ মিছিল বা অবরোধ করছিলেন। তা সত্ত্বেও তাঁদের জেল হেফাজত হয়েছে। এই ঘটনা পুলিশ তথা রাজ্য সরকারের ‘প্রতিহিংসাপরায়ণ মানসিকতা’র প্রকাশ বলে বিজেপি-র অভিযোগ। ওই দিন প্রচুর বন্ধ সমর্থককে গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড গরমে লক-আপের ‘অব্যবস্থা’র ফলে অনেক ধৃত অসুস্থ হয়ে পড়েন। ছাড়া পেয়ে বাড়ি যাওয়ার পর রামব্রিজ চৌধুরী নামে এক বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পর দিন তাঁর মৃত্যু হয়। বিজেপি-র অভিযোগ, রামব্রিজবাবুর মৃত্যুর জন্য লালবাজারের ‘অমানবিকতা’ই দায়ী। এই সমস্ত অভিযোগ নিয়েই বিজেপি নেতারা স্বরাষ্ট্রসচিব ও মানবাধিকার কমিশনের কথা বলেন। পরে তথাগতবাবু বলেন, “রাজ্য সরকারের জিঘাংসামূলক আচরণের কথা স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছি।” একই অভিযোগ জানাতে আজ, বুধবার বিজেপি নেতৃত্ব যাবেন রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ সোমবার প্রেসিডেন্সি জেলে বন্দি দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি বলেও জানিয়েছে বিজেপি। এ দিন রাহুল উলুবেড়িয়ার জেলে বন্দি বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। |