পথ দুর্ঘটনায় মৃত্যু ম্যাটাডর-চালকের
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
সোমবার রাতে মছলন্দপুর থেকে কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল বৈদ্য। বাড়ি ওই এলাকাতেই। তোলাবাজি, গুলি চালনায় ‘পটু’ এই দুষ্কৃতীর বিরুদ্ধে নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ ছিল পুলিশের কাছে। তার কাছ থেকে ১০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ১ মার্চ হাবরা শহরের হাটথুবা এলাকায় এক দল দুষ্কৃতী বোমা-গুলি ছুড়ে বাপ্পা কুণ্ডু নামে স্থানীয় এক যুবককে জখম করে। অন্য এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় উজ্জ্বল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিছু এলাকা-ছাড়া ছিল উজ্জ্বল। সম্প্রতি ফিরেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধরে। |
স্ত্রীকে খুনের নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কুলপির পুরাতন বাজার এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম চন্দ্রা তাঁতি (১৯)। মাস তিনেক আগে স্থানীয় যুবক লাঙল তাঁতির সঙ্গে বিয়ে হয়েছিল চন্দ্রার। প্রেমঘটিত বিবাহ হলেও বিয়ের কয়েক দিন পর থেকেই পেশায় জনমজুর স্বামীর সঙ্গে সাংসারিক কলহ শুরু হয় চন্দ্রার। মঙ্গলবার ভোরে বধূর মৃত্যুর খবর পৌঁছয় তাঁর বাপের বাড়িতে। মৃতার দাদা বিদ্যুৎ কর্মকার পুলিশের কাছে লিখিত অভিযোগে দাবি করেন, বোনকে গলায় গামছার ফাঁস জড়িয়ে খুন করেছে লাঙলই। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে চন্দ্রার স্বামীকে। দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। |
ডাল ভেঙে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বাড়ি ফেরার সময়ে গাছের ডাল ভেঙে পড়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার রাতে বনগাঁর কুুন্দিপুরে এই দুর্ঘটনায় মৃতের নাম সুবল মাঝি (৫০)। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ পেশায় কাঠমিস্ত্রি সুবলবাবু কলমবাগান থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ঝোড়ো হাওয়া বইছিল। আচমকা একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। জখম অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হলে গভীর রাতে মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ। |
৬ বাংলাদেশি ধৃত
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
অবৈধ ভাবে এ দেশে ঢুকে আত্মগোপন করে থাকার অভিযোগে ৬ বাংলাদেশিকে সোমবার রাতে বাগদার বেয়ারা গ্রাম থেকে ধরেছে পুলিশ। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে রবিন বিশ্বাস নামে আরও এক বাসিন্দাকেও ধরা হয়েছে। |
ব্যস্ত রাস্তায় গুলিতে নিহত হলেন এক যুবক। মঙ্গলবার, খড়দহ থানার সুখচর গির্জার কাছে। মৃতের নাম অজয় সোয়াইন (৩২)। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি নির্মল ঘোষের অভিযোগ, “অজয় উন্নয়নমূলক কাজে নেতৃত্ব দিচ্ছিলেন। সিপিএম-ই ওঁকে খুন করিয়েছে।” পানিহাটি পুরসভার চেয়ারম্যান চারণ চক্রবর্তী বলেন, “এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।” ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান ভি সলোমন নেশাকুমার বলেন, ‘‘রাজনৈতিক কারণ আছে কি না, দেখা হচ্ছে। তিন জন আটক হয়েছে।” এ দিনই বিকেলে ঘোলা থানার মুড়াগাছায় জনবহুল বাসস্ট্যান্ডে স্ত্রীকে লক্ষ করে গুলি চালায় স্বামী। ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে। পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দা শালিনী মোহন্ত। স্বামী বিকাশ এসে গুলি চালালে তাঁর মাথা ঘেঁষে বেরিয়ে যায়। |