মুক্তির দাবি সিপিএমের
ফের প্রভাবের বৃত্তে ফিরলেন জেলবন্দি লক্ষ্মণ
রাজ্যের ৬টি পুরভোটের ফলে হলদিয়া ‘মরূদ্যান’ হিসাবে দেখা দিতেই সিপিএমের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হল। লক্ষ্মণ শেঠের সহধর্মিনী তমলিকা পণ্ডা শেঠের নেতৃত্বে হলদিয়া পুরসভা নিজেদের দখলে রাখার পরেই নন্দীগ্রাম-কাণ্ডে ধৃত তমলুকের প্রাক্তন সাংসদ ও সহযোগীদের মুক্তির দাবিতে সরব হল সিপিএম। দলের ‘ভাবমূতির্’র স্বার্থে কয়েক মাস আগে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল লক্ষ্মণবাবুকে। কিন্তু হলদিয়ার পুরভোট-পরবর্তী পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমে লক্ষ্মণবাবুর ‘প্রভাব’ অগ্রাহ্য করা দলের রাজ্য নেতৃত্বের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। নতুন জেলা সম্পাদকমণ্ডলী গঠনের সময় জেলে-থাকা লক্ষ্মণবাবুর মতামত ‘গুরুত্ব’ পাবে বলেই দলীয় সূত্রের ইঙ্গিত।
হলদিয়ায় জয়ের পরে এক দিকে যেমন তমালিকা বলেছেন জেলের ভিতরের লক্ষ্মণবাবু পুরভোটে আরও ‘শক্তিশালী’ হয়ে দেখা দিয়েছেন, তেমনই আলিমুদ্দিন থেকে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী বিবৃতি দিয়ে বলেছে, ‘জনগণের এই রায় মেনে নিয়ে সাজানো মামলায় জেলে বন্দি লক্ষ্মণ শেঠ, অন্যান্য নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য পার্টি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে’। পূর্ব মেদিনীপুরে এক কালের ‘দাপুটে’ নেতা লক্ষ্মণবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ‘আচরণ’ করেছে, তার প্রভাব স্থানীয় ভাবে হলদিয়ার ভোটে পড়েছে বলে মনে করছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও। তাঁর বক্তব্য, “সরকারের উচিত লক্ষ্মণ শেঠ এবং বাকিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া।” তবে তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্ব হলদিয়ায় তাঁদের আলাদা কোনও সুবিধা দিয়েছে বলে মানতে চাননি সিপিএম নেতৃত্ব।বস্তুত, হলদিয়ার মানুষ রাজ্য সরকার তথা প্রধান শাসক দলকে ‘হলুদ কার্ড’ দেখিয়েছেন বলে সূর্যবাবু মন্তব্য করেছেন। তা হলে কি ধূপগুড়ি তাঁদের ‘হলুদ কার্ড’ দেখিয়েছে? সূর্যবাবুর বক্তব্য, “মানুষ তো ২০১১-তেই আমাদের লাল কার্ড দেখিয়েছিলেন। তার আগে লোকসভা ভোটে হলুদ কার্ড। তবে যে চারটি পুরসভায় তৃণমূল জিতেছে, তার মধ্যে ধূপগুড়িই প্রকৃত জয়। ওখানে ভোট নিয়ে কোনও পক্ষেরই বিরাট কোনও অভিযোগ ছিল না।” ধূপগুড়ি নিয়ে তাঁরা আশাবাদী হওয়া সত্ত্বেও কী ভাবে এমন ফল হল, তার পর্যালোচনা করে ওই পরাজয় থেকে ‘শিক্ষা’ নেওয়ার কথা বলছেন সূর্যবাবুরা। এই পরিস্থিতির মধ্যেই আজ, বুধবার আলিমুদ্দিনে বসছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.