রঞ্জি ট্রফির প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে পরিচিত বুচিবাবু এবং মৈনুদোল্লা টুর্নামেন্টে খেলার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে ক্যানসার থেকে সেরে ওঠা যুবরাজ সিংহের। ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজের ঘনিষ্টমহলের খবর, বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের সেরা অলরাউন্ডার আসন্ন রঞ্জি ট্রফিতে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন। তার আগে চেন্নাই এবং হায়দরাবাদের ওই দু’টো ক্লাবভিত্তিক টুর্নামেন্টে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে যুবরাজের। যেখানে অনেক রাজ্যের ক্রিকেট সংস্থার একাদশ হিসাবে প্রায় রঞ্জি টিমগুলোই খেলে থাকে।
যুবরাজের ঘনিষ্ট একটি সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “যুবির স্ক্যান রির্পোটে দেখা যাচ্ছে, ও প্রায় সেরে উঠেছে। প্রথম দু’বছর ওকে প্রতি তিন মাস অন্তর স্ক্যান এবং রক্ত পরীক্ষা করাতে হবে। পরের তিন বছর সেটা পাঁচ মাস অন্তর করালেও চলবে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওর রিহ্যাবও খুব ভাল চলছে। তবে ঠিক কোন সময় ওকে আবার ম্যাচ খেলতে দেখা যাবে তার দিনক্ষণ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। হয়তো দিল্লির প্রচণ্ড গরমে দু’একটা স্থানীয় ম্যাচ খেলে নিজের শারীরিক অবস্থাটা যুবি বুঝে নেওয়ার চেষ্টা করতে পারে আগামী দিনে। তবে ও যে রঞ্জির দু’টো প্রস্তুতি টুর্নামেন্ট বুচিবাবু এবং মৈনুদোল্লা গোল্ড কাপে খেলবে সেটা প্রায় নিশ্চিত।”
যুবরাজ গত কয়েক দিনে টুইট করেছেন। যেমন, ‘আমি আর ইশান্ত টেনিস বলে ৪ ওভারের ম্যাচ খেললাম। ও আমাকে ৬টা ছক্কা মারলেও আমি ওকে ৭টা ওভার বাউন্ডারি মেরে হারিয়েছি।’ কিংবা, ‘খুব ভাল দিন। আমার স্ক্যান রিপোর্ট আর ব্লাড রিপোর্ট পেয়েছি। দুটোই খুব ভাল। আমি খুব ভাল আছি। আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারায় দারুণ খুশি আমি।’ |