রড লেভারকে ছোঁয়ার স্বপ্ন ভেঙে যেতে যেতে টিকে থাকল! কিন্তু সেমিফাইনাল-কাঁটা হয়ে দেখা দিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্লামের মালিক। ফরাসি ওপেন ২০১২-র প্রথম সেমিফাইনাল নোভাক জকোভিচ বনাম রজার ফেডেরার। এবং সেই মেগা লাইন আপ তৈরি করতে কী প্রাণপণই না লড়তে হল দুই মহাতারকাকে। কোয়ার্টার ফাইনালে জিততে দু’জনকেই পাঁচ সেট খেলতে হল। পাশাপাশি দু’জনই তাঁদের প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়ে গেলেন, আমাদের কফিনে শেষ পেরেক পোঁতার আগেও আমরা উঠে দাঁড়াতে পারি!
জীবনের প্রথম ফরাসি ওপেন সেমিফাইনালে উঠতে জো উইলফ্রেড সঙ্গা রোলাঁ গারোর যাবতীয় সমর্থনকে সঙ্গে পেয়েছিলেন। কিন্তু ফিলিপ শাঁতিয়ের কোর্টের ভেতর তো নিজেই খেলে জেতাতে হবে। ২-১ সেটে এগিয়ে থাকা সঙ্গাকে চতুর্থ সেটে ৫-৪ অবস্থায় দু’টো ম্যাচ পয়েন্ট পেয়েও জিততে না পারার চরম খেসারত দিতে হল। আর সেই যে জকোভিচ ১৫-৪০ থেকে নিজের সার্ভ ধরে রাখলেন, সেখান থেকেই ম্যাচের রং পালটে গেল। জকোভিচের ৬-১, ৫-৭, ৫-৭, ৭-৬ (৮-৬), ৬-১ জয়ের সঙ্গে সঙ্গে ৪৩ বছর পরে কোনও পুরুষের একসঙ্গে চারটে গ্র্যান্ড স্লামই ঝুলিতে পোরার স্বপ্নও বেঁচে থাকল। আশঙ্কায় থেকে গেল লেভারের ১৯৬৯-এর কীর্তি। |
টানা ৩২টা গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল খেললেন আজ ফেডেরার। অবিশ্বাস্য ধারাবাহিকতার মতোই অবিশ্বাস্য, ৩০ পেরিয়েও ফেড-এক্সের ৭ বছরের ছোট প্রতিপক্ষের বিরুদ্ধে ০-২ সেটে পিছিয়ে পড়ার পরে পরের তিনটে সেটে তাঁকেই উড়িয়ে দেওয়া। মাত্র ৫টা গেম নষ্ট করে। দ্বিতীয় সেটের পরে বাঁ-হাঁটু নিয়ে সামান্য সমস্যায় ভোগা দেল পোত্রোকে ফেডেরার হারালেন ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-২, ৬-০, ৬-৩। ১৬ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফেডেরারের দীর্ঘ কেরিয়ারে মেজরে মাত্র দ্বিতীয় ঘটনা ০-২ থেকে তাঁর ৩-২ সেটে জয়। দু’জনের সার্বিক সাক্ষাতে ফেডেরার ১১-২ এগিয়ে থাকলেও তাঁকে ফাইনালে হারিয়েই ২০০৯-এ যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন দেল পোত্রো। গত আট বছরে ফেডেরার-নাদাল-জকোভিচের বাইরে এই আর্জেন্তিনীয়ই একমাত্র গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। কিন্তু ওই বছরই ফরাসি ওপেন সেমিফাইনালে এ রকমই পাঁচ সেটের ম্যাচে দেল পোত্রোকে হারিয়েছিলেন ফেডেরার। এ দিন সুজান লেংলেন কোর্টে তারই পুনরাবৃত্তি হল। শুধু এক রাউন্ড আগে!
মেয়েদের প্রথম সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত ২০১০-এর রানার আপ সামান্থা স্তোসুর বনাম এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ চারে পা রাখা সারা এরানি। এ দিকে মিক্সড ডাবলস সেমিফাইনালে পৌঁছে গেলেন লিয়েন্ডার পেজ-এলেনা ভেসনিনা। ভারতীয়-রুশ জুটির কাছে ছিটকে গেলেন শীর্ষ বাছাই লিজেল হুবার-ম্যাক্স মির্নি। সুপার টাইব্রেকে ৪-৬, ৭-৫ (১০-৫)। |