ইউরো কাপ শুরুর তিন দিন আগে ফ্রান্স কোচ লরা ব্লাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে তিন মাস আগে জার্মানির বিরুদ্ধে পাওয়া ২-১ গোলের জয়। মঙ্গলবার ব্লাঁ বলেছেন, “জার্মানি ম্যাচের আগে সবাই খুব ভয় পাচ্ছিল। কিন্তু ম্যাচের ফল দেখে সবাই অবাক হয়ে যায়। জার্মানির ঘরের মাঠে জার্মানিকে হারানোর অনুভুতি সম্পূর্ণ আলাদা। ব্রেমেনে সেই জয় বুঝিয়ে দিয়েছে, নির্দিষ্ট একটা ম্যাচে আমরা কতটা উন্নতি করতে পারি। কিন্তু সেটা শুধু একটা ম্যাচের বিচারে। গোটা একটা টুর্নামেন্টে আমরা একই রকম খেলার মান ধরে রাখতে পারি কি না, সেটা অন্য ব্যাপার।”
২০১০ বিশ্বকাপে ফ্রান্সের চরম হতাশাজনক পারফরম্যান্সের জেরে ছাঁটাই করে দেওয়া হয় কোচ রেমঁ দমেনেককে। তাঁর জায়গায় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ‘ল্য ব্লুজ’-কে নতুন স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন ব্লা।ঁ গত দু’বছরে এখনও পর্যন্ত কুড়ি ম্যাচ অপরাজিত তিনি। তা সত্ত্বেও জার্মানি ম্যাচটাকেই এগিয়ে রাখছেন ফ্রান্স কোচ। জার্মানির বিরুদ্ধে জয় এবং বিশ্বকাপের পরে ইংল্যান্ড ও ব্রাজিলের মতো দলকে হারানোয়, ফ্রান্সকে নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। এ সবের মধ্যে ব্লাঁয়ের কাঁটা বলতে শুধু একটাই, মাঝমাঠের কম্বিনেশন। যেটা এখনও সাজিয়ে উঠতে পারেননি। তবে দলের সেন্ট্রাল ডিফেন্স নিয়ে শুরুতে সমস্যা থাকলেও, এখন আর নেই। ফিলিপ মেক্সেসের পাশে খেলবেন আদিল রামি।
|
ফ্রান্সের সম্ভাব্য প্রথম এগারো |
গোলকিপার: লরিস (লিঁয়)
ডিফেন্ডার: এভ্রা (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), কোসেলনি (আর্সেনাল), মেক্সেস (মিলান), ক্লিচি (ম্যাঞ্চেস্টার সিটি)
মিডফিল্ডার: রিবেরি (রিয়াল মাদ্রিদ), নাসরি (ম্যাঞ্চেস্টার সিটি), মালৌদা (চেলসি), কাবায়ে (নিউক্যাসল), ভিলা (রেনে)
ফরোয়ার্ড: বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ)
|
বেঞ্চে থাকবেন যাঁরা |
গোলকিপার: মানদান্দা (মার্সেই), কারাসো (বোর্দো)
ডিফেন্ডার: দেবুচি (লিলে), রামি (ভালেন্সিয়া), রেভেলিয়ের (লিঁয়)
মিডফিল্ডার: ভালবুয়েনা (মার্সেই), মাতিউদি ও মেনেজ (প্যারিস সাঁ জাঁ), দিয়ারা (মার্সেই), মার্তিন (সোচো), বেন আর্ফা (নিউক্যাসল)
ফরোয়ার্ড: জিরোদ (মঁপেলিয়ের)
|
|
বিশ্বকাপের পরে মোট এগারো বার রামিকে পাশে নিয়ে খেলেছেন মেক্সেস। দু’জনে গোল হজম করেছেন মাত্র ছ’বার। যার মধ্যে নরওয়ের বিরুদ্ধে ব্লাঁ-র প্রথম ম্যাচে ১-২ গোলে হারও রয়েছে। তবে ফ্রান্সের শক্ত ডিফেন্সে একটা বড় অবদান আছে গোলকিপার ইউগো লরিসেরও। প্রচণ্ড ঠান্ডা মাথার ফুটবলার। অলিম্পিক লিয়ঁ এবং ‘ল্য ব্লুজ’-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁকেই ফ্রান্সের নেতা বাছা হয়েছে। তবে মাঝমাঠের চেয়েও ব্লাঁ-র প্রধান চিন্তা হয়ে দাঁড়াতে পারে ফ্রাঙ্ক রিবেরির ফর্ম। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত শুরু করলেও, এই মুহূর্তে সেই জেদ দেখা যাচ্ছে না। রিবেরি অবশ্য নিজেও স্বীকার করেছেন, “সবাই জানে বায়ার্নের হয়ে এ বছর কী ফুটবলটাই না খেলেছি আমি। কিন্তু ফ্রান্সের হয়ে সেই ফর্ম এখনও দেখাতে পারিনি। তবে আমার খেলায় সবাই খুশি।”
ইউরো কাপে ফ্রান্সের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে, ১১ জুন। রুনিদের আটকাতে ৪-৩-৩ ছকেই খেলতে চাইছেন ব্লাঁ। ফ্রান্স কোচ বলেছেন, “৪-৩-৩ ফর্মেশন আমার সবচেয়ে বেশি পছন্দ।” |