শিলিগুড়ি পেরেছে, দক্ষিণ দমদম পুরসভাও আগেই নিষিদ্ধ করেছে ৪০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক প্যাকেট। অথচ কলকাতায় তা এত দিন চলত অবাধেই। এ বার ওই ধরনের প্লাস্টিক প্যাকেটের ব্যবহার রুখতে কড়া আইনি পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
বাজারে ক্রেতার হাতে ৪০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক প্যাকেট দেখলেই ৫০ টাকা জরিমানা করা হবে। আর যে বিক্রেতা ওই প্যাকেট দিচ্ছেন তাঁকে দিতে হবে ৫০০ টাকা। পুর-সূত্রের খবর, আপাতত পুরসভার নিজস্ব বাজারগুলিতে ওই আইন চালু হবে। অবশ্য ‘বেআইনি’ প্যাকেটের নির্মাতাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি ওই অনুষ্ঠানে। তবে ওই আইন কার্যকর করা নিয়ে সংশয় রয়েছে পুরসভার অন্দরমহলেই। পরিবেশ দফতরের এক অফিসারের কথায়, “দু-তিন বছরের মধ্যে কয়েক বার ওই আইন প্রয়োগ করার কথা তুলেছেন কর্তাব্যক্তিরা। কিন্তু হয়নি। আবার সেই কথা উঠল। জানি না এ বারও হবে কি না।” পুরসভার মেয়র পারিষদ (পরিবেশ) সঞ্চিতা মণ্ডল অবশ্য বলেন, “বুধবার থেকেই শুরু হবে বাজার অভিযানের কাজ। আপাতত পুরবাজারের কর্মীরা নজরদারি চালাবেন।”
৪০ মাইক্রনের কম পুরু প্যাকেট কী ভাবে চিনবেন ক্রেতারা? এ বিষয়ে সঞ্চিতাদেবীর বক্তব্য, “প্যাকেটের উপরে কোম্পানির ছাপ দেওয়া না থাকলেই বুঝতে হবে সেটা বেআইনি।” এ দিন পুরসভার ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “শহরবাসীর কথা ভেবেই এই কঠোর পদক্ষেপ করতে বাধ্য হয়েছে প্রশাসন।” তিনি জানান, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে একটা জলাশয়ও যেন ভরাট না করা হয়। পরিবেশের সুরক্ষায় তাঁর সেই নির্দেশ কার্যকর করতে সরকার কিছুতেই আপস করবে না বলেও সুদর্শনবাবু জানিয়েছেন। |