নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্ব পরিবেশ দিবসে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা। ছবি: দেবরাজ ঘোষ। |
বিশ্ব পরিবেশ দিবসে মঙ্গলবার জেলা জুড়ে নানা কর্মসূচি পালিত হয়। এ দিন সকালে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা বেরোয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এই পদযাত্রায় যোগ দেন। ভূগোল ও পরিবেশ বিকাশ পরিষদের উদ্যোগেই এই কর্মসূচি। কুমুদকুমারী ইনস্টিটিউশন থেকে শুরু হয় পদযাত্রা। পরে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রা শেষে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার সমীর মজুমদার, কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অনুপ দে, পরিবেশ বিকাশ পরিষদের সম্পাদক অরূপশঙ্কর নন্দী প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার উপরই জোর দেন সকলে। নতুন গাছ লাগানোর কথা বলেন। পরিষদের অন্যতম সদস্য ঝন্টু মণ্ডল জানান, আগামী দিনে অরণ্য-সপ্তাহও পালন করা হবে। পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে নানা কর্মসূচিরও পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্য দিকে, চন্দ্রকোনা রোডেও এ দিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়।
|
বিশ্ব পরিবেশ দিবস পালন হল সৈকতশহর দিঘায়। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মঙ্গলবার সকালে পুরাতন দিঘার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়। উপস্থিত ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, বিধায়ক অখিল গিরি, রামনগর ১ ও ২ ব্লকের উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, সুকান্ত সাহা, পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী-সহ দিঘার বিভিন্ন স্তরের মানুষ। শোভাযাত্রা নিউ দিঘার সায়েন্স সেন্টারে শেষ হয়। সেখানে পরিবেশ দিবস নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন দেবাশিস সেন, দেবব্রত দাস, সৌমেন পাল, অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী প্রমুখ। বৃক্ষ-রোপণ, ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি শহরে পাঁচ তারা মানের সুযোগ সুবিধা যুক্ত আবাসন প্রকল্প গড়তে উদ্যোগী হয়েছে জৈন গ্রুপ। ১৩০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ওই আবাসন প্রকল্প ‘ড্রিম ভ্যালি’ শিলিগুড়ির অদূরে দাগাপুর এলাকায় গড়ে তোলা হবে বলে ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে। জৈন গ্রুপ কর্তৃপক্ষের তরফে দাবি, কাজ শুরুর ৩ বছরের মধ্যে তা সম্পূর্ণ করা হবে। সেখানে মিনি থিয়েটার, ইন্ডোর খেলার সুবিধা, গ্রন্থাগার, বাচ্চাদের খেলার ব্যবস্থা-সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। এর পাশাপাশি ভূমিকম্পে যাতে বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করেই পরিকাঠামো গড়ে তোলা হবে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা এবং পরিস্রুত পানীয় জলের বন্দোবস্তও থাকবে। বহুতল ওই আবাসনে যথোপযুক্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখারও দাবি করেছেন তাঁরা।
|
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
জমি থেকে সব্জি তুলতে যাওয়ার পথে হাতির হামলায় গুরুতর জখম হলেন এক কৃষক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বকডহরা গ্রামে। জখম ব্যক্তির নাম আখতার মণ্ডল। তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “১০টি স্থানীয় হাতি কাঁঠালের টানে জঙ্গলে আশ্রয় নিয়েছে। বনকর্মীদের নজরদারি বাড়াতে বলা হয়েছে।”
|
বাঘের ছানার দেহ রায়মঙ্গলে |
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মঙ্গলবার সকালে একটি ব্যাঘ্রশাবকের মৃতদেহ উদ্ধার করলেন বনকর্মীরা। এ দিনই ময়না-তদন্তের পরে বন দফতর জানিয়েছে, নদীতে ডুবে মৃত্যু হয়েছে ব্যাঘ্রশাবকটির। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের পারঘুমটি গ্রামের কাছে রায়মঙ্গলে শাবকটির মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঝিঙাখালি থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করেন। এ দিনই ঝিঙাখালি আসেন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের অধিকর্তা প্রদীপ ব্যাস, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর পি কে পণ্ডিত-সহ বনকর্তারা।
|
তথ্য ও ছবি: বিশ্বরূপ বসাক। |
আম থেকে আমলকি, গোলাপজাম থেকে জামরুল। কীসের চারা নেই? তা নিয়েই কাড়াকাড়ি সাত থেকে সত্তর সকলের মধ্যেই। সব মিলিয়ে হাজার চারাগাছ রাখা ছিল। এ বারও শিলিগুড়ির উপকণ্ঠে ‘বসুন্ধরা’য় সকাল থেকে দুপুর পর্যন্ত বোনা হল চারাগাছ। আগে বুনে যাওয়া চারার খোঁজ নিলেন অনেকে। চারাগাছ হাতে মিছিল করে প্রায় ৫৫ নম্বর জাতীয় সড়কের দোরগোড়ায় পৌঁছে শুরু হয় রোপণ। নানা অনুষ্ঠান চলে। পুকুরের ধারে বসে ছবি আঁকতেও উৎসাহীদের ভিড়। পেশায় সরকারি কর্মী হলেও তরুণ রায়, পিন্টু রায়ের মতো শতাধিক পরিবেশপ্রেমী সাত সকালেই জমা হয়েছিলেন সুকনার রাস্তায় দাগাপুরের ‘বসুন্ধরা’র কর্ণধার পরিবেশকর্মী সুজিত রায়ের আমন্ত্রণে। |