শ্রমিক বিক্ষোভে কাজ বন্ধ পালাটানায়
শ্রমিক বিক্ষোভে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল। এই কেন্দ্রে কর্মরত দুই শ্রমিকের ছাঁটাই করার প্রতিবাদে গত কাল বিকেলে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র নেতৃত্বে শ্রমিকেরা পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে ধর্না শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পালাটানায় ওএনজিসি-ত্রিপুরা পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (ওটিপিসিএল) দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রীনিবাস বলেন, ‘‘আইএনটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের বিক্ষোভে কাল বেশ কিছুক্ষণ বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে যায়।’ উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি প্রণজিৎ সিংহরায়ের অভিযোগ, আইএনটিইউসির সদস্য হওয়ায় কারণে দুই শ্রমিক রতন ঘোষ ও শ্যাম সিংহকে ছাঁটাই করা হয়েছে। এরই প্রতিবাদে কয়েকশো শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখান, কাজ বন্ধ করে দেন।’
শ্রমিক বিক্ষোভে বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলে ছুটে যান মহকুমাশাসক পঙ্কজ চক্রবর্তী। পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সংগঠন ওটিপিসিএল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। ছাঁটাই হওয়া দু’জনের মধ্যে একজনকে কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, আর একজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাঁকে এখনই ফিরিয়ে নেওয়া হচ্ছে না। তাঁর মধ্যস্থতায় শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন আপাতত বন্ধ করে রেখেছেন। পঙ্কজবাবু বলেন, ‘‘পুলিশ উপযুক্ত সময়ে পদক্ষেপ করায় বিদ্যুৎ কেন্দ্রে অশান্তি বেশি দূর গড়ায়নি।’
পালাটানায় প্রায় ১২০০-১৩০০ শ্রমিক কাজ করছেন। সিটুর অবশ্য দাবি, আরও বেশি সংখ্যক শ্রমিক এখানে রয়েছেন। এঁরা বিভিন্ন শ্রমিক নিয়োগকারী সংস্থার মাধ্যমে এখানে নিযুক্ত হন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.