সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া কয়েক জন তৃণমূল র্কাযালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের আঞ্চলিক কমিটির সভাপতি দিলীপ সিংহের। কেন্দা ফাঁড়িতে তিনি লিখিত অভিযোগে জানান, বাপ্পা মণ্ডল-সহ কয়েক জন শনিবার সন্ধ্যায় তাঁকে ফোনে হুমকি দেয়। এর পরে রাত ৮টা নাগাদ তাদের নেতৃত্বে জনা কয়েক দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাপ্পাবাবুরা অভিযোগ অস্বীকার করেছেন।
|
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বয়েজ হাইস্কুল-পরীক্ষার্থী: ১১৩, উত্তীর্ণ: ১০৯, সর্বোচ্চ: শুভদীপ চক্রবর্তী (৪৫৫)। জিডি ল্যাং হাইস্কুল-পরীক্ষার্থী: ১২৬, উত্তীর্ণ: ১২৩, সর্বোচ্চ: অনিমেষ মাহাতো (৪৫১)। নিগমনগর আশ্রম হাইস্কুল-পরীক্ষার্থী-১৬৬, উত্তীর্ণ: ৯১, সর্বোচ্চ: চিরঞ্জিৎ মাহাতো (৪২১)। দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা গার্লস হাইস্কুল-পরীক্ষার্থী: ১৭৫, উত্তীর্ণ: ১৬৩, সর্বোচ্চ: অনিন্দ্যা কর্মকার (৪১৬)।
|
বাঁকুড়া গার্লস হাইস্কুল- পরীক্ষার্থী: ১৫৮, উত্তীর্ণ: ১৫৫, সর্বোচ্চ: রুচিরা প্রতিহার (৪৬৪)। বাঁকুড়া জিলা স্কুল- পরীক্ষার্থী: ১৭৭, উত্তীর্ণ: ১৭৪, সর্বোচ্চ: বোধ্যায়ন রায় (৪৬০)। বাঁকুড়া মিশন বালিকা উচ্চবিদ্যালয়- পরীক্ষার্থী: ১২৯, উত্তীর্ণ: ১২৪, সর্বোচ্চ: মনীষা পুজারু (৪৪১)। বড়জোড়া উচ্চবিদ্যালয়- পরীক্ষার্থী: ২২৬, উত্তীর্ণ: ১৮০, সর্বোচ্চ: অর্ক পাল (৪৫৩)। |