টুকরো খবর
কার্যালয়ে ভাঙচুর
সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া কয়েক জন তৃণমূল র্কাযালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের আঞ্চলিক কমিটির সভাপতি দিলীপ সিংহের। কেন্দা ফাঁড়িতে তিনি লিখিত অভিযোগে জানান, বাপ্পা মণ্ডল-সহ কয়েক জন শনিবার সন্ধ্যায় তাঁকে ফোনে হুমকি দেয়। এর পরে রাত ৮টা নাগাদ তাদের নেতৃত্বে জনা কয়েক দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাপ্পাবাবুরা অভিযোগ অস্বীকার করেছেন।

উচ্চ মাধ্যমিকের স্কুলভিত্তিক ফল
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বয়েজ হাইস্কুল-পরীক্ষার্থী: ১১৩, উত্তীর্ণ: ১০৯, সর্বোচ্চ: শুভদীপ চক্রবর্তী (৪৫৫)।
জিডি ল্যাং হাইস্কুল-পরীক্ষার্থী: ১২৬, উত্তীর্ণ: ১২৩, সর্বোচ্চ: অনিমেষ মাহাতো (৪৫১)।
নিগমনগর আশ্রম হাইস্কুল-পরীক্ষার্থী-১৬৬, উত্তীর্ণ: ৯১, সর্বোচ্চ: চিরঞ্জিৎ মাহাতো (৪২১)।
দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা গার্লস হাইস্কুল-পরীক্ষার্থী: ১৭৫, উত্তীর্ণ: ১৬৩, সর্বোচ্চ: অনিন্দ্যা কর্মকার (৪১৬)।

বাঁকুড়া গার্লস হাইস্কুল- পরীক্ষার্থী: ১৫৮, উত্তীর্ণ: ১৫৫, সর্বোচ্চ: রুচিরা প্রতিহার (৪৬৪)।
বাঁকুড়া জিলা স্কুল- পরীক্ষার্থী: ১৭৭, উত্তীর্ণ: ১৭৪, সর্বোচ্চ: বোধ্যায়ন রায় (৪৬০)।
বাঁকুড়া মিশন বালিকা উচ্চবিদ্যালয়- পরীক্ষার্থী: ১২৯, উত্তীর্ণ: ১২৪, সর্বোচ্চ: মনীষা পুজারু (৪৪১)।
বড়জোড়া উচ্চবিদ্যালয়- পরীক্ষার্থী: ২২৬, উত্তীর্ণ: ১৮০, সর্বোচ্চ: অর্ক পাল (৪৫৩)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.