বনগাঁয় উদ্ধার হওয়া সোনার বিস্কুট। সোমবার তোলা নিজস্ব চিত্র। |
সোনার বিস্কুট ‘পাচার’ করার অভিযোগে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরল দশম শ্রেণির এক ছাত্রীকে। সোমবার ঘটনাটি ঘটেছে গাইঘাটার আংড়াইলে। বিএসএফ সূত্রের খবর, এ দিন সকালে ওই ছাত্রী বাসে চেপে বনগাঁর দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আংড়াইল ক্যাম্পের জওয়ানেরা বনগাঁ-রামনগর সড়কে বাসটি আটকান। বিএসএফের দাবি, মেয়েটির ব্যাগে ১৫টি সোনার বিস্কুট মিলেছে। ১ কেজি ৫৯ গ্রাম ওজনের ওই বিস্কুটগুলির বাজার দর ৫০ লক্ষ টাকারও বেশি। ওই কিশোরী বিএসএফের কাছে দাবি করেছে, স্থানীয় এক যুবক তাকে ব্যাগটি বনগাঁ বাসস্ট্যান্ডে অপরিচিত এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছিল। বিনিময়ে ৫০০ টাকাও দেবে বলেছিল।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানায়, তাঁর নাম স্নিগ্ধা ঘোষ (৩৪)। বাড়ি বসিরহাটের ইটিন্ডার গাছা গ্রামে। সোমবার বিকেলে বসিরহাটের পূর্ব সংগ্রামপুরের ওই ঘটনার পর লরি চালকের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। ভাঙচুর করা হয় লরিটিও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আইসিডিএস কর্মী স্নিগ্ধাদেবী ওল্ড সাতক্ষিরা রাস্তা দিয়ে সাইকেলে বসিরহাট থেকে ফিরছিলেন। সে সময়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্নিগ্ধাদেবীর সাইকেলে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা লরিটিকে তাড়া করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এরপরেই এলাকার লোক লরিতে ভাঙচুর চালিয়ে ওই রাস্ত অবরোধ করে।
ওই রাস্তায় যান চলাচল বেশ কিছু ক্ষণ বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অথচ যান নিয়ন্ত্রণ কিংবা রাস্তায় পুলিশের ব্যবস্থা করা হচ্ছে না।
|
হাসনাবাদের তালপুকুর বাজারে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। দুষ্কৃতীরা যে গাড়িতে ডাকাতি করতে এসেছিল তার চালক ও খালাসিকেও আটক করা হয়েছে।রবিবার রাতে এক দল দুষ্কৃতী এসে গয়নার দোকানে লুঠপাট চালায়। দুষ্কৃতীদের ভোজালির কোপে জখম হন দোকানের মালিক। তাঁকে বসিরহাট থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ডাকাতি করে পালানোর সময় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছিলেন আরও ৩ জন।
ওই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা দোকান-বাজার বন্ধ এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ছুটির দিনে ভরা বাজারের মধ্যে বড় গাড়িতে এসে দুষ্কৃতীরা যে ভাবে হামলা চালাল তাতে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন।
|
এসইউসি কর্মী খুনের ঘটনায় সিপিএমের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ। গত ১৪ মে জয়নগর থানা এলাকার ঘোষালেরচক এলাকায় খুন হন সওকত খান (৫০) নামে এক এসইউসি কর্মী। তাঁকে গুলি করে ও কুপিয়ে খুনের অভিযোগ ওঠে সিপিএমের পঞ্চায়েত সদস্য আহাদ গাজির বিরুদ্ধে। পুলিশ জানায়, সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা হাওড়া স্টেশন থেকে আহাদ গাজিকে গ্রেফতার করেছে। তদন্তকারী অফিসারদের দাবি, কলকাতা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন আহাদ।
|
বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হল কুলপির রাজনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মতিন চাপরাশি (২২)। সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করছিলেন তিনি। সে সময়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর জখম অবস্থায় কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মতিনকে মৃত ঘোষণা করা হয়।
|
স্কুলে ঢুকে বই-খাতা তছনছ করে কয়েক হাজার টাকা লুঠ করল দুষ্কৃতীরা। রবিবার রাতে বাদুড়িয়া দিলীপ মেমোরিয়াল ইনস্টিটিউশনে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। সোমবার সকালে স্কুল খোলার পর বিষয়টি জানাজানি হয়। |