ব্লক অফিস চত্বরের গাছ থেকে আম পাড়ছিল এক কিশোর। তাকে মারধরের অভিযোগ উঠেছে বিডিও-র বিরুদ্ধে। যার প্রতিবাদে সোমবার স্বরূপনগরে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জখম কিশোর আলমগীর সর্দারের চিকিৎসা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। এ দিন একশো দিনের কাজে মাটি কাটার কাজ চলছিল ব্লক অফিস চত্বরে। সেখানেই কাজ করছিল আলমগীর। এ বারেই প্রথম বিভাগে মাধ্যমিক পাস করেছে ছেলেটি। আলমগীর জানায়, তাকে আম পাড়তে দেখে নিজের ঘরে ডেকে মারধর করেন বিডিও। বার বার যোগাযোগ করা হলেও বিডিও অরুণাভ পাল এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। ফোনও কেটে দেন তিনি।
আলমগীরের কথায়, “আম পেড়েছি দেখতে পেয়ে বিডিও আমাকে ডাকেন। আমার এক সঙ্গী রফিকুল ভয়ে পালায়। আমি সাহস করে যাই বিডিও-র ঘরে। সেখানে উনি আমাকে কিল-চড়-লাথি মারেন।” ছেলেটির বাবা আর্শাদের কথায়, “ছেলে বুকের অসুখে ভুগছে। সামান্য আম পাড়ার অপরাধে বিডিও ওকে এ ভাবে মারবেন, ভাবতেই পারছি না।” পুলিশে অবশ্য অভিযোগ দায়ের হয়নি। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, “সরকারি গাছ থেকে আম পাড়তে বারণ করা হয়েছিল। সামান্য একটা বিষয়। আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। তবে সরকারি আধিকারিক হিসাবে বিডিও এতটা মাথা গরম না করলেই ভাল হত।” |