সপ্তাহ তিনেক ধরে বিদ্যুৎহীন জঙ্গিপুরের রামপুর গ্রাম। বিদ্যুৎ বণ্টন দফতরে বার বার আর্জি জানিয়েও সুরাহা হয়নি। সোমবার তারই প্রতিবাদে গ্রামের কয়েকশো বাসিন্দা জঙ্গিপুরের বিদ্যুৎ সরবরাহ দফতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাল। দফতরে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই সাব-স্টেশনের সহকারী বাস্তুকারকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধরও করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
গত ১১ মে থেকে ওই গ্রামে বিদ্যুৎ নেই। গ্রামের ট্রান্সফর্মারটি পুড়ে যাওয়ার ফলেই ওই বিপত্তি। বিদ্যুৎ দফতরের কর্তারা অবশ্য জানান, ওই ট্রান্সফর্মারটি মেরামত করার অবস্থায় নেই। নেই নতুন ট্রান্সফর্মারও। ফলে দিনভর প্রবল দাবদাহের পর সন্ধ্যায় নিষ্প্রদীপ রামপুর, স্থানীয় গ্রামবাসীরা আর পেরে উঠছিলেন না।
ওই সাব-স্টেশনের সহকারী বাস্তুকার রোহিত রঞ্জন বলেন, “গ্রামবাসীদের বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। ওঁরা শুনলেনই না। উল্টে মারধর শুরু করে দিলেন।” |