একাধিক জাতীয় ও আন্তর্জাতিক অঙ্ক-প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে আকাশদীপ। ঠিক করেছে, অঙ্ক নিয়ে গবেষণা করবে। এ বার উচ্চ মাধ্যমিকে ৪৭০ পেয়ে রাজ্যে সপ্তম হয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের আকাশদীপ দে। প্রত্যাশা মতো অঙ্কে একশোয় একশো।
বাবা কৃষ্ণেন্দু দে রেলে কর্মরত। তিনি বলেন, “অঙ্ক নিয়ে পড়বে বলে জয়েন্টেও বসেনি। অঙ্ক ছাড়া অন্য কিছুই পড়তে চাইত না। সকাল-বিকেল অঙ্ক কষাই ওর নেশা। ও যে এত ভাল ফল করবে আমরা কেউ ভাবিনি।” গত বছর জুলাইয়ে আমস্টারডামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডে যোগ দিয়ে আকাশদীপ দ্বিতীয় হয়। এ বছর জুলাইয়ে আর্জেন্টিনায় আয়োজিত ওই প্রতিযোগিতায় ফের যোগ দেবে আকাশদীপ। মা মৌসুমিদেবী জানালেন, আকাশ খুব ঘুমকাতুরে। ভোরে ওঠার অভ্যেস নেই। আবার রাত জেগে পড়লেও ঘুম পায়। তাই সারা দিন ধরেই চলে পড়াশোনা।
আকাশদীপ জানান, পড়াশোনার বাইরেও অঙ্ক করেই সময় কাটায় সে। সত্যজিৎ রায় আর মণি ভৌমিকের লেখা পড়তেও ভাল লাগে।
তবে খেলাধুলোর করতে একটুও ভাল লাগে না আকাশদীপের। পরীক্ষার পরে আইপিএলও দেখেনি। পরিবর্তে অলিম্পিয়াডের জন্য হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন-এ নিয়মিত প্রশিক্ষণ নিয়েছে। আকাশদীপ বলেন, “শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ।” |