টুকরো খবর
পূর্বে প্রথম অভিষেকের প্রেরণা মা
ভূতত্ববিদ হওয়ার বাসনায় ভবিষ্যতে জিওলজি নিয়ে পড়াশোনা করতে চায় কাঁথি মডেল ইনস্টিটিউশনের অভিষেক মাইতি। বার উচ্চ মাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে শুধু পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম নয়, রাজ্যে নবম হয়েছে সে। উচ্চ মাধ্যমিকে ভাল ফলের আশা করলেও প্রথম দশ জনের মধ্যে থাকবে বলে ভাবেনি অভিষেক। রেজাল্ট জানার পরে উচ্ছ্বসিত গলায় সে বলে, “টেস্ট পরীক্ষায় মাত্র ৩৮২ নম্বর পেয়ে ভেঙে পড়েছিলাম। পরে মা - অনুপ্রেরণাতেই নতুন উদ্যম নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিই।” ছোট থেকেই পড়াশোনায় ভাল অভিষেক। প্রতিটি বিষয়ে টিউশন থাকলেও দিনে থেকে ঘণ্টার বেশি পড়া হয় না বলে জানাল সে। বার পদার্থবিজ্ঞানে ৯৯, জীববিজ্ঞানে ৯৯, রসায়নে ৯৩, অঙ্কে ৯২, ইংরেজিতে ৯০ বাংলায় ৮৭ নম্বর পেয়েছে অভিষেক। ছাড়া বাংলা ব্যান্ডের গান শুনে আর ছোট ভাই অরিজিতের সঙ্গে ক্রিকেট খেলে দিন কাটে তার। প্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। আর প্রিয় ব্যান্ড ক্যাকটাস। ফুটবল খেলতেও ভালবাসে অভিষেক। মোহনবাগানের সমর্থক। উচ্চশিক্ষা নিয়ে তার ভাবনায় মাথা গলাতে রাজি নন বাবা অমিত মাইতি মা অপর্ণাদেবী। দু’জনেই তৃপ্ত গলায় বলেন, “যা নিয়ে পড়তে চায়, তাই পড়বে। ওর ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজি নই আমরা।”

পানীয় জলের দাবিতে অনশন
পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে অনশনে বসলেন গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, সমস্যার কথা প্রশাসনের সব স্তরে জানিয়েও সুরাহা হয়নি। পানীয় জলের জন্য এখনও এলাকার মানুষকে অনেক দূরে যেতে হয়। সোমবার সকালে বেলপাহাড়ি ব্লক কার্যালয়ের সামনে এই অনশন শুরু হয়। শতাধিক মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। স্থানীয় সূত্রে খবর, বেলপাহাড়ির শিলদা অঞ্চলের বড় শুকজোড়া, ছোট শুকজোড়া ও তার আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রীষ্মে জল-সঙ্কট তীব্র আকার নেয়। বহু পথ উজিয়ে পুকুর ও ক্যানালে জল আনতে যেতে হয় গ্রামবাসীদের। গত ৩০ মে বেলপাহাড়ির বিডিও সর্বোদয় সাহাকে সমস্যার কথা লিখিত ভাবে জানানো হয়েছিল। ৪ জুন অনশন কর্মসূচির কথাও জানানো হয়েছিল। সেই মতোই এ দিনের এই কর্মসূচি। স্থানীয় বাসিন্দা গুরুপদ নন্দী, মলয় হালদার, চন্দনা দুলেরা বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। অথচ সমস্যা সমাধানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই এই আন্দোলন। জেলা প্রশাসন সূত্রে খবর, বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় নলকূপ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় জলস্তর খুব নীচে। তাই নতুন প্রকল্প করার ক্ষেত্রে এখানে কিছু সমস্যা রয়েছে। তবে সব দিক খতিয়ে দেখে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে এখানে একটি জলপ্রকল্প হবে। সেই কাজ শেষ হলে এলাকায় আর পানীয় জলের সমস্যা থাকবে না। বেলপাহাড়ির বিডিও পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসেই বিকেলের পর অনশন তুলে নেন গ্রামবাসীরা।

কলেজে ভর্তির খুঁটিনাটি নিয়ে বই
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে সোমবার। এ বার কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলেজে ভর্তি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকেরাও। কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হয়? কত আসন রয়েছে? অর্নাসে আসন সংখ্যা কত? এ রকমই নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এই সব তথ্য এক জায়গায় করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য গত কয়েক বছরের মতো এ বারও একটি বই প্রকাশ করল এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। নাম ‘সন্ধানী’। কলেজে ভর্তির যাবতীয় প্রয়োজনীয় তথ্য রয়েছে এই বইয়ে। সোমবার মেদিনীপুরের এক সভাগৃহে বইটি প্রকাশ করেন এসএফআইয়ের মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’-এর সম্পাদক অনির্বাণ মজুমদার। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পন্ডা, মেদিনীপুর জোনাল সম্পাদক অসিত লৌহ প্রমুখ। ২০০৪ সাল থেকেই এই বই প্রকাশিত হয়ে আসছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত বলেন, “উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই সময় নানা প্রশ্নের উত্তর খোঁজেন। কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হয়, কতগুলো আসন রয়েছে প্রভৃতি। এই বই তাঁদের সহায়ক হবে।” তাঁর বক্তব্য,“পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের উপর নানা ভাবে আক্রমণ চলছে। তারই মধ্যে ছাত্রছাত্রীদের কথা ভেবে বইটি প্রকাশ করা হল।”

জননী ইটভাটা-কাণ্ডে ধৃত সিপিএম সমর্থক
জননী ইটভাটা-কাণ্ডে আরও এক সিপিএম সমর্থককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে পটাশপুরের খটিবাড় গ্রাম থেকে প্রশান্ত বেরা নামে বছর পঞ্চাশের ওই সিপিএম সমর্থককে ধরা হয়। সোমবার কাঁথির এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠান। ২০০৭ সালের ১৭ মার্চ খেজুরির জননী ইটভাটা থেকে অস্ত্র-সহ ১০ জন সিপিএম কর্মী-সমর্থককে ধরা হয়। সম্প্রতি এই ঘটনায় ১২ জনের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই তালিকায় ‘ফেরার’ হিসেবে নাম ছিল পটাশপুরের মথুরা গ্রামের বাসিন্দা প্রশান্তবাবুর। পটাশপুরেরই ফাজিলপুরের বাসিন্দা তাপস সামন্ত এখনও ‘ফেরার’।

দিঘার সৈকতে যুবকের দেহ
দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকের নিথর দেহ উদ্ধার হল এক দিন পরে। সোমবার দুপুরে বোল্ডারের খাঁজে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃত দীপাঞ্জন দেবের (২১) বাড়ি বীরভুম জেলার বোলপুর থানার ভুবনডাঙায়। রবিবার পাঁচ বন্ধুর সঙ্গে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘায় বেড়াতে এসেছিলেন দীপাঞ্জন। নিউদিঘার একটি হোটেলে ওঠেন তাঁরা। রবিবার দুপুরেই নিউদিঘার সৈকতে স্নান করতে নামেন সকলে। ঢেউয়ের টানে দীপাঞ্জন গভীর সমুদ্রে তলিয়ে গেলেও তাঁর বন্ধুরা প্রথমটা টের পাননি। পরে খোঁজাখুঁজি করেও না-পেয়ে রবিবার রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন বন্ধুরা। সোমবার দুপুরে ওল্ডদিঘার সৈকতে দীপাঞ্জনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য কাঁথি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পাঠানো হয়েছে দীপাঞ্জনের বাড়িতেও।

জেলহাজতেই লক্ষ্মণ
জেল হাজতের মেয়াদ বাড়ল লক্ষ্মণ শেঠ, দেবলীনা চক্রবর্তীদের। সোমবার হলদিয়া মহকুমা আদালত ফের ১৪ দিনের জেল হাজতে পাঠান নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ অভিযুক্ত লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাহু-সহ ১২ জন বিচারাধীন বন্দিকে। এ ছাড়াও নন্দীগ্রামে মাওবাদী কার্যকলাপে অভিযুক্ত দেবলীনা চক্রবর্তী ও অভিজ্ঞান সরকারকে এ দিন ১৪ দিনের জেল হাজতে পাঠান বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়।

সর্ডিহায় তদন্তে রেল
গত শুক্রবার রাতে ঝাড়গ্রামের সর্ডিহা-বাঁশতলার কাছে প্রহরীহীন লেভেল ক্রসিংয়ে একটি বালি বোঝাই ট্রাককে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেন। মারা যান ট্রেনের চালক। সেই ঘটনার তদন্তে সোমবার এলাকায় যায় রেলের একটি দল। ছিলেন রেলের নিরাপত্তা কমিশনার সুদর্শন নায়েক। এ দিকে, বালি বোঝাই ট্রাকটির চালক সনৎ পালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি ঝাড়গ্রামের মানিকপাড়ায়।

জগন্নাথের স্নানযাত্রা উৎসব
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল সোমবার। দুপুরে মেদিনীপুর শহরের জগন্নাথমন্দির থেকে এক শোভাযাত্রা বেরোয়। ৭টি পুকুর ও নদী থেকে জল নিয়ে ফের ওই শোভাযাত্রা মন্দিরে ফেরে। এর পর জগন্নাথদেবকে স্নান করানো হয়। স্নানযাত্রা উপলক্ষে এ দিন জগন্নাথ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। আগামী ২১ জুন থেকে রথযাত্রা উৎসব শুরু হবে। চলবে ২৮ জুন পর্যন্ত। জগন্নাথ মন্দির সংস্কার কমিটির উদ্যোগে এ বার রথযাত্রা উৎসবে নানা আয়োজন করা হচ্ছে। নতুন বাজারে মেলা বসবে। সোমবার থেকেই শুরু হয়ে গেল তার প্রস্তুতি।

আজও থাকবে তাপপ্রবাহ
সোমবার মেদিনীপুর শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫ . ডিগ্রি সেলসিয়াস ২৮ . ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ১৮ শতাংশ। দিন সকাল থেকেই চলে তাপপ্রবাহ। মেদিনীপুর কলেজের এন সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের অধিকর্তা সত্যব্রত রায় জানান, ১৯৯৫ সাল থেকে এই কেন্দ্রে প্রতিদিনের আবহাওয়া নথিভুক্ত করা হয়। কিন্তু ৪৫ . ডিগ্রির মতো এত বেশি তাপমাত্রা এর আগে ওঠেনি। মঙ্গলবার সকাল থেকে তাপপ্রবাহ চলার পূর্বাভাস দেন তিনি। পাশাপাশি বিকালের দিকে ঝড় -বৃষ্টির সম্ভাবনার কথাও তিনি জানান।

স্কুলভোটে জয়ী তৃণমূল
রবিবার এগরার পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ছ’টি আসনে অনায়াসে জিতল তৃণমূল। গতবারও তৃণমূল সব ক’টি আসনে জিতেছিল। শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধির চারটি আসনে আগেই জিতেছিল তারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.