|
|
|
|
পুরসভায় ফ্রন্টের অবস্থান-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খড়্গপুর পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভ করল বামফ্রন্ট। সোমবার এই কর্মসূচি চলাকালীন ফ্রন্টের এক প্রতিনিধি দল পুরপ্রধান জহরলাল পালকে স্মারকলিপি দেন। পুরসভার বিরোধী দলনেতা সিপিএম কাউন্সিলর অনিতবরণ মণ্ডল বলেন, “আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করার কথা বলেছি। শহরে নানা সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের কথা বলেছি। কিছু দিন অপেক্ষা করব। দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা না-হলে ফের আন্দোলন হবে।” পুরপ্রধান জানান, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের খড়্গপুর জোনাল কমিটির সম্পাদক মনোজ ধর, জেলা সিপিআই নেতা জ্যোতিলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আগেই তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল কংগ্রেস। এ বার ফ্রন্ট নেতৃত্ব সরব হওয়ায় পুর-কর্তৃপক্ষ কিছুটা ‘চাপে’ পড়বেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বামফ্রন্টের অভিযোগ, পুরসভার কাজের ক্ষেত্রে কোনও স্বচ্ছতা নেই। টেন্ডার ছাড়াই একের পর এক কাজ হচ্ছে। শহরে জলকষ্ট দূর করতে খড়্গপুর পুরসভাকে এক স্পেশাল ফান্ডে ১ কোটি ৮৪ লক্ষ ৩ হাজার ২৯৮ টাকা দিয়েছে রাজ্য সরকার। বরাদ্দ অর্থে শহরে ১৬টি গভীর নলকূপ তৈরি হবে। কাজ শুরুও হয়েছে। কিন্তু, এ জন্য টেন্ডার ডাকা হয়নি। বিরোধী দলনেতা বলেন,“ শহরবাসীর উপর বোঝা চাপানো হয়েছে। বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে। পুরকর বাড়ানো হচ্ছে। প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে সাধারন মানুষের কাছে আমাদের কথা বলব।” গত ১৩ মে খড়্গপুরে বামপন্থী কর্মীদের নিয়ে এক সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, ৪ জুন খড়্গপুর পুরসভার সামনে অবস্থান- বিক্ষোভ হবে। সেই মতই এই কর্মসূচি। |
|
|
|
|
|