|
|
|
|
সেমিফাইনালে মহেশ-সানিয়া |
নাটকীয় দিনে বিদায় মেয়েদের চ্যাম্পিয়নের |
সংবাদসংস্থা • প্যারিস |
কোনটা বোশি চমকপ্রদ? সোমবারের ফরাসি ওপেনে?
সুজান লেংলেন কোর্টে রাফায়েল নাদালের অবিশ্বাস্য রেকর্ড! ক্লে কোর্ট সম্রাটের পক্ষেও যেটা অভাবনীয়! নাকি গত বারের মেয়েদের চ্যাম্পিয়ন না লি-কে চতুর্থ রাউন্ডে ছিটকে দেওয়ার পথে কোয়ালিফায়ার ইয়ারোস্লাভা স্বেদোভার পাঁচ বছর আগের হারের অদ্ভুত শোধ তোলা? যে ভাবে হেরেছিলেন, ঠিক সে ভাবেই জয় আজ। কিংবা হোঁচট খেতে-খেতে হটফেভারিট শারাপোভার কোয়ার্টার ফাইনালে ওঠা! ফিলিপ শাঁতিয়ের কোর্টের দর্শকেরা যখনই এই ম্যাচ শারাপোভা হাসতে-হাসতে শেষ করতে চলেছেন ভেবেছেন, তখনই রুশ গ্ল্যামার গার্ল তাঁদের আরও অপেক্ষায় রেখেছেন। |
|
সহজ ম্যাচ কঠিন করে জিতলেন শারাপোভা। ছবি: এএফপি। |
এ সব চমকের মধ্যে রোলাঁ গারোয় ভারতীয় চমকও ছিল এ দিন। মিক্সড ডাবলসে দ্বিতীয় বাছাই মাইক ব্রায়ান-ভেতা পেশ্চেককে অনায়াসে ৬-২, ৬-৩ হারিয়ে নিখাদ ভারতীয় জুটি মহেশ ভূপতি-সানিয়া মির্জা সেমিফাইনাল পৌঁছে এ বারও প্যারিস থেকে ভারতে গ্র্যান্ড স্লাম খেতাব আসার সম্ভাবনা জাগিয়ে রাখলেন।
শারাপোভার সামনে যখন জীবনের প্রথম ফরাসি ওপেন খেতাব স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, সে সময়ই তিনি নিজেই নিজেকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন। নাদালের দেশের অবাছাই মেয়ে জাকোপালোভার বিরুদ্ধে দ্বিতীয় সেটে নিজের সার্ভে স্ট্রেট সেটে জেতার মুখে সার্ভিস খুইয়েই বসলেন শারাপোভা। শেষ পর্যন্ত ওই সেট টাইব্রেকারে হেরে চূড়ান্ত সেটে দ্বিতীয় বাছাই নিজের মান অনুযায়ী খেললেন। এবং জিতলেন ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২।
প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়া চিনের না লি আবার প্রথম সেটে জ্বলে উঠে পরের দু’টো সেটে নিভে গেলেন। প্রতিপক্ষ অবাছাই কাজাখ স্বেদোভা অস্ত্রোপচারে ধাক্কায় দু’বছর আগের বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৯ নম্বর থেকে নামতে নামতে বর্তমানে ১৪২। কিন্তু ডাবলস বিশেষজ্ঞ হিসেবে পাঁচে আছেন। বছর দুই আগে একই মরসুমে উইম্বলডন আর যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস চ্যাম্পিয়ন। এ বার রোলাঁ গারোতেও ভানিয়া কিং-কে নিয়ে তৃতীয় বাছাই। ফলে চশমা পরে খেলা মেয়ের সিঙ্গলস র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ না হোক, জয়ের স্কোরলাইনটা তাৎপর্যপূর্ণ। ২০০৭-এ বার্মিংহাম ওপেনে প্রথম সেট জিতেও নির্ণায়ক তৃতীয় সেটে ০-৬ হেরেছিলেন না লি’র- কাছে। আজ না লি হারলেন স্বেদোভার কাছে একই ভাবে। ৬-৩, ২-৬, ০-৬!
নাদালের আবার এহেন উত্থান-পতনের কোনও গল্প নেই রোলাঁ গারোয়। ছ’বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আজ যে কোর্ট থেকে কোয়ার্টার ফাইনালে উঠলেন, সেই সুজান লেংলেন কোর্টে তিনি টানা আট বছর অপরাজিত! ২০০৫-এ ফরাসি ওপেনে অভিষেক থেকে এই কোর্টে একটাও ম্যাচ হারেননি নাদাল। এ দিনও আর্জেন্তিনার মোনাকোকে উড়িয়ে দিলেন। ৬-২, ৬-০, ৬-০। এ সবের পাশে নাদাল-জকোভিচ-ফেডেরারের দেশের প্লেয়ার যথাক্রমে বার্ডিচ, তিপসারেভিচ, ওয়ারিঙ্কাকে হারিয়ে দেল পোত্রো, অ্যালমাগ্রো, জো সঙ্গার শেষ আটে ওঠা নেহাতই দুধভাত খবর। |
|
|
|
|
|