সবচেয়ে সুন্দর ফুটবলার কে? মেয়েরা কাকে পছন্দ করেন সবচেয়ে বেশি? ফুটবল ওয়েবসাইট গোল ডট কম মেয়েদের মধ্যে সমীক্ষা চালিয়েছিল। তাতে প্রথম দশ জনের তালিকায় বুঁফো (ইতালি), হার্ট (ইংল্যান্ড), হামেলস (জার্মানি), লারসন (সুইডেন), মালুদা (ফ্রান্স), পিকে (স্পেন), রোনাল্ডো (পর্তুগাল), শেভচেঙ্কো (ইউক্রেন), তোরেস (স্পেন), পার্সি (নেদারল্যান্ডস)। কে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তা অবশ্য জানা যায়নি।
|
হতাশা থেকেই রাগ। ইংল্যান্ডের স্টিভন জেরার রেগে আগুন। বুঝে পাচ্ছেন না, পরের পর সবাই কেন চোট পেয়ে ছিটকে যাচ্ছেন ইংল্যান্ড দল থেকে। “আমি খুব রেগে গিয়েছি। এত বড় বড় প্লেয়ারকে হারানোর মানে হয় না।” ল্যাম্পার্ডের মিডফিল্ড সঙ্গী তাঁর অভাব টের পাচ্ছেন। বলছেন, “ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুর্দান্ত খেলেছে। ওকে আমরা খুব মিস করব।”
|
বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ইভিচা ওলিচ ভেবেছিলেন, ইউরোয় চমকে দেবেন। কিন্তু চোট পেয়ে ছিটকে গেলেন ক্রোয়েশিয়ার অন্যতম তারকা। তাঁর বদলে নেওয়া হল কালিনিচকে। লুকা মদরিচের দলে বড় ধাক্কা। মদরিচ ও ওলিচের উপরই নির্ভর করেছিল ক্রোয়েশিয়া।
|
জার্মানিকে তাতিয়ে দিয়েছেন ডাচ কিংবদন্তি মার্কো ফান বাস্তেন। তুলোধোনা করেছেন জার্মান ডিফেন্সকে। বলেছেন, ফিলিপ লাম বাদে জার্মান ডিফেন্সের কাউকে পাতে দেওয়া যায় না। বলেছেন, “ব্যাডস্টুবের স্টপার নয়। মার্টেসেকার ফিট নয়, মন্থর। বোয়াতেং নড়বড়ে। একমাত্র লামের উপর ভরসা করা যায়।” ডাচদের গ্রুপেই জার্মানরা। বাস্তেনের কথা ভুল প্রমাণ করতে জার্মান ডিফেন্ডাররা কি জান লড়িয়ে দেবে?
|
দু’বছর আগে বিশ্বকাপে তিনি ছিলেন রব গ্রিন এবং ডেভিড জেমসের আড়ালে। এখন ম্যাঞ্চেস্টার সিটির জো হার্ট ইংল্যান্ডের অবিসংবাদিত এক নম্বর গোলকিপার। দায়িত্বটা উপভোগ করছেন দারুণ ভাবে। বলেছেন, “দায়িত্বটা পছন্দ করছি। দলের মধ্যে ইতিবাচক ব্যাপারটা আমি আনতে চাই। ফ্রান্সের সঙ্গে অন্যতম বড় ম্যাচ। ওরা দারুণ খেলতে পারে। কিন্তু আমরাও তৈরি।” |