চিতাবাঘকে গুলি করে হত্যা করল সেনাবাহিনী। আজ দিনভরুলিয়াজানের অয়েল ইন্ডিয়া লিমিটেড চত্বরে তাণ্ডব চালিয়ে এক সেনা অফিসার, দুই বনরক্ষী-সহ ১৩ জনকে জখম করার পরে চিতাবাঘটিকে হত্যা করা হয়।
পুলিশ, বনবিভাগ ও স্থানীয় সূত্রে খবর, আজ সকালেজয়পুর অরণ্য থেকে বের হয়ে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি দিনভরুলিয়াজানের ‘অয়েল’ চত্বরের ভিতরে হানা দেয়। তার সামনে পড়ে, দুই নিরাপত্তারক্ষী ও একটি বাংলোর পরিচারিকা জখম হন। চিতাবাঘটিকে ধরার চেষ্টায় নামে বনবিভাগ। ততক্ষণে, বাঘ দেখতে শতাধিক মানুষ এলাকায় হাজির। এত মানুষ দেখে চিতাবাঘটি ক্ষিপ্ত হয়ে ওঠে। |
বনরক্ষীরা তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও ছোড়েন। কিন্তু, ওষুধ কাজ দেয়নি। বরং, সেনাবাহিনীর ক্যাপ্টেন গৌরব এবং দ্বিজেন নেওগ, লক্ষ্যেশ্বর গগৈ নামে দুই বনরক্ষীকে জখম করে সে। একে একে, আরও আট জন চিতাবাঘের থাবার জখম হওয়ার পরে সেনাবাহিনী চিতাবাঘটিকে গুলি করে। ঘটনাস্থলেই চিতাবাঘটির মৃত্যু হয়। রাইফেলের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে,দাঁড়িয়ে থাকা এক জনের শরীরে লাগে। বনবিভাগ ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশও তদন্ত শুরু করেছে। সেনাবাহিনীর তরফেও বিভাগীয় তদন্ত চলবে।
অন্য দিকে, শিবসাগরের চেকেরাপাড় শিমুলতলা এলাকায় ত্রাস সৃষ্টি করা চিতাবাঘদুটির একটিকে ধরা হয়েছে। গতরাতে, বনবিভাগের পাতা ফাঁদে চিতাবাঘটি ধরা পড়েছে। তাকে পরে, অভয়পুরের অরণ্যে ছেড়ে দেওয়া হয়। |