প্লাস্টিক ক্যারিব্যাগ-সহ বমাল ধরা পড়ে নিজেদের ভুল স্বীকার করে নিলেন দুই ব্যবসায়ী। রবিবার সকালে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান চালানো হয়। নিষিদ্ধ প্লাস্টিক ক্যরিব্যাগের কারবার করার অভিযোগে শিলিগুড়ি মোড় এলাকার এক কাপড়ের ব্যবসায়ী ও মোহনবাটি এলাকার এক ফল ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রায় দুই কেজি নিষিদ্ধ প্লাস্টিক ক্যরিব্যাগ উদ্ধার করা হয়। পুর চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত বলেন, “রাজ্য দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে পুর এলাকার বিভিন্ন বাজারে প্রতি মাসে একবার করে নিষিদ্ধ ক্যরিব্যাগ বিরোধী অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের একাংশ এখনও নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার থেকে সরছেন না। তাঁদেরকে সচেতন করে জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশের ভারসাম্য বজিয়ে রাখতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার রুখতে টানা অভিযান চলবে।” |
দুই ব্যবসায়ী, মোহনবাটি এলাকার সুভাষ সাহা ও শিলিগুড়ি মোড় এলাকার ওমপ্রকাশ অগ্রবাল বমাল ধরা পড়ার পরে পৃথক ভাবে বলেন, “না-বুঝে ভুল করে ৪০ মাইক্রনের কম ক্যারি ব্যাগের কারবার করেছিলাম। ভবিষ্যতে আর ভুল হবে না। ২০১০ সাল থেকে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ শহরে প্লাস্টিক বিরোধী অভিযান চালাচ্ছে। সকাল থেকে পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে ওই অভিযান হয়। অভিযানে সামিল হন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। শহরের বিবিডি মোড়, নিউমার্কেট, মোহনবাটি, সুদর্শনপুর ও শিলিগুড়ি মোড় এলাকার বিভিন্ন বাজারের একাধিক দোকানে অভিযান চালানো হয়। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “ব্যবসায়ী যাতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার থেকে সরে আসেন তার জন্য সংগঠনের তরফে প্রচার করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ওই কারবার থেকে সরছেন না। তাঁদের ফের সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।” |