টুকরো খবর |
দুর্ঘটনা, বাস ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুল বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর জখম হওয়া নিয়ে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি লাগোয়া ৩১-ডি জাতীয় সড়কের নৌকাঘাট মোড়ে। শনিবার সকালের ওই ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে নয়ানজুলিতে উল্টে দেয়। অভিযোগ, রাম বনশল নামে ওই বাস-মালিকের আরও দু’টি বাস এবং ছোট গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে এনজেপি ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, আহতের নাম অমল দত্ত। তিনি এ দিন সাইকেল নিয়ে পাকুড়তলায় যাচ্ছিলেন। নৌকাঘাট মোড়ের কাছে বাসটি ঘুরতে গিয়ে অমলবাবুকে ধাক্কা দেয়। অমলবাবুর বাঁ পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। প্রথমে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। এরপরেই বাসটি ভাঙচুর করা হয়। এই ঘটনায় রামবাবু তাঁর বাড়ি, অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন। স্থানীয় এক তৃণমূল কর্মী রামবাবুর বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছেন। তাঁর কথায়, “গোলমাল ঠেকাতে গেলে উল্টে আমাকে মারধর করার চেষ্টা হয়। পুলিশকে সব জানিয়েছি।” অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “তদন্ত চলছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামবাবু গাড়িগুলি সবসময় জাতীয় সড়কের পাশে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে রাখেন। এতে নানা সময়ে দুর্ঘটনা ঘটে। অন্য জায়গায় বাসগুলি রাখার কথা বললেও তিনি শোনেন না। এ দিন দুর্ঘটনার পর আহতকে হাসপাতালে পাঠানোর কথা বলায় রামবাবু রাজি হননি। তাতেই বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। উল্টে রামবাবুর পরিবারের লোক বাসিন্দাদের মারতে আসেন বলে অভিযোগ। রামবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “কাউকে মারধর করিনি। দুর্ঘটনার পর উল্টে আমাদের বাস, গাড়ি ভাঙচুর করা হয়। বাড়িতে হামলার চেষ্টা হয়। তখন পরিবারের লোক প্রতিরোধ করেছেন।” |
ভেজাল রুখতে মন্ত্রীর নির্দেশ ‘বাজার-অভিযান’
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কোথাও খাবারে ভেজাল। কোথাও বাটখারাতে কারচুপি। আবার কোথাও জিনিষ কেনার পরে দেখা যাচ্ছে তা ব্যবহারের অযোগ্য। অথচ ফেরত নেওয়ার প্রশ্ন নেই জানিয়ে গ্রাহকদের প্রতারিত করা চলছেই। এ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের প্রতিটি বাজারে মাসে অন্তত দু-বার নিজের দফতরের কর্তাদের অভিযান চালানোর নির্দেশ দিলেন ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। শনিবার দিনভর তিনি উত্তরবঙ্গের ছ’টি জেলার ক্রেতা সুরক্ষা দফতরের অফিসার, ইন্সপেক্টরদের নিয়ে বৈঠক করেন। সেই সঙ্গে, গ্রাহকদের মধ্যে ক্রেতাসুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। নিজের দফতরে জুন মাস থেকেই ই-গভর্ন্যান্স চালু করার কথাও যে বাবছেন তিনি, জানিয়েছেন সাধনবাবু। এ দিন তিনি ক্রেতা সুরক্ষা আদালতের বিচারকদের নিয়েও বৈঠক করেন। যাতে ৯০ দিনের মধ্যে মামলার শুনানি সম্ভব হয়, সে ব্যাপারে উদ্যোগী হতে তাঁদের অনুরোধ করেছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, “শিলিগুড়িতে খাবারে ভেজাল মেশানোর অভিযোগ পেয়েছি। বিভিন্ন জায়গায় গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। অফিসারদের তাই বলেছি মাসে ১৫ দিন অন্তত অন্তত অভিযান চালাতে।” মন্ত্রী জানান, ক্রেতা সুরক্ষা দফতরের জন্য ৫০ জন কনসিউমার ওয়েলফেয়ার অফিসার, ৪০ জন ইন্সপেক্টর নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, প্রতিটি জেলায় প্রচার অভিযানের জন্য দুটি করে ট্যাবলো-ভ্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তরবঙ্গের মানুষদের যাতে বড় অঙ্কের মামলার জন্য কলকাতায় যেতে না হয় সে জন্য সার্কিট বেঞ্চও তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। |
নৌকা উল্টে বিপত্তি মহানন্দায়
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
দুর্ঘটনার পরেও ঝুঁকি নিয়ে চলছে পারপার। ছবি: বিশ্বরূপ বসাক। |
মহানন্দায় নৌকা উল্টে গেলেও বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেলেন অন্তত ৫০ জন যাত্রী। শনিবার সকালে শিলিগুড়ি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে নৌকাঘাটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী তোলায় এই বিপত্তি। ওই ঘটনার পরে ওই এলাকায় মহানন্দার উপর সেতু তৈরির দাবিতে বাসিন্দারা শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১-ডি জাতীয় সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে। উত্তরবঙ্গ পুলিশ কর্তাদের ঘিরেও বিক্ষোভ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার ঘটনাস্থলে যান। মন্ত্রী বাসিন্দাদের সেতুর দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “নৌকাঘাটের ওই এলাকায় একটি সেতুর প্রয়োজন। আগেও কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাস্তুকারেরা এলাকায় গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন।” |
বাড়তি নিরাপত্তা ধূপগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
একসময়ের সিপিএমের ‘দূর্গ’ বলে পরিচিত ধূপগুড়ির পুরসভা নির্বাচনে অশান্তি এড়াতে পড়শি জেলাগুলি থেকে বেশ কয়েক ব্যাটেলিয়ন পুলিশ মোতায়েন করা হল। উত্তরবঙ্গে শুধুমাত্র ধূপগুড়িতেই পুরভোট হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ডকে ৬টি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রতিটি সেক্টরে একটি করে মোবাইল পুলিশ ভ্যান থাকছে। সারা শহরে নজরদারি চালাতে আরও চারটি মোবাইল আরটি ভ্যান মোতায়েন থাকবে। আজ, রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ধূপগুড়ির রিটার্নিং অফিসার তথা জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সাগর চক্রবর্তী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভোটকর্মী ও ইভিএমের ব্যবস্থা রাখা হয়েছে।” |
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বক্সিরহাট |
বাজ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বক্সিরহাটের টাকোয়ামারির ঘটনা। মৃতার নাম চানকুমারী বর্মন (৪২)। দুই মহিলা-সহ আরও চার জন জখম হয়েছেন বজ্রাঘাতে। তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় তাঁরা মাঠে কাজ করছিলেন। আচমকা শুরু হয় বৃষ্টি। সকলেই মাঠের লাগোয়া একটি বাড়ির গোয়ালঘরে আশ্রয় নিয়েছিলেন। বাজ পড়ে সেখানেই। |
রামগঞ্জে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে গণ্ডগোল হয়েছে ইসলামপুরের রামগঞ্জের খঞ্জনমারিতে। শনিবার সিপিএমের কয়েকজন সমর্থকের সাইকেল, বাইক ও গরু তৃণমূল সমর্থকেরা ছিনতাই করে বলে অভিযোগ। তা নিয়ে দু’দলের সমর্থকদের মধ্যে বিবাদ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
শিক্ষক সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ছাত্রী-শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত রায়গঞ্জের সৎসঙ্গ প্রাথমিক এফপি প্রাথমিক স্কুলের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হল। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে শুক্রবার অভিযুক্ত অতলান্ত ভৌমিককে ওই চিঠি ধরানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক এবিপিটিএ’র সদস্য। সংসদের চেয়ারম্যান শেখর রায় বলেন, “অভিভাবকেরা অতলান্তবাবুর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ছিল। তার জেরেই ওই সিদ্ধান্ত।” তবে অভিযুক্ত শিক্ষক বলেন, “আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। পড়ুয়াদের ভুল বুঝিয়ে অভিভাবকদের একাংশ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।” |
দুর্ঘটনায় মৃত্যু কাকা-ভাইপোর
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পাথর বোঝাই ট্রাক উল্টে মারা গেলেন কাকা ও তাঁর দুই কিশোর ভাইপো। শনিবার ওই ট্রাকটির মাথায় বসেছিলেন দুলাল সাহা (৬০)। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাইপো সত্যদাম (১২) এবং ভিকু (১৫)। সামসির দিকে যাওয়ার সময়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে পান্ডুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিন জনেই। মালদহ জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ঝাড়খন্ড থেকে ট্রাকটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়েই ওই দুর্ঘটনা ঘটে।” পুলিশ জানায়, দুর্ঘটনার পরে চালক ও খালাসি পালিয়ে যায়। |
ক্ষমা চাইলেন অভিযুক্ত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পলিব্যাগ আটকাতে পুরসভার অভিযানে বাধা দেওয়ার কথা স্বীকার করে লিখিত ভাবে ক্ষমা চাইলেন বিধান মার্কেটের অভিযুক্ত ব্যবসায়ী। শনিবার পুরসভায় গিয়ে ওই ব্যবসায়ী পুরসভার সাফাই বিভাগের সাব ইন্সপেক্টর বিদ্যুৎ দেবনাথের কাছে লিখিত ভাবে ক্ষমা চেয়ে জানান, ওই কাজের জন্য তিনি দুঃখিত এবং অনুতপ্ত। ফের এমন ভুল করবেন না। ইতিমধ্যেই পুলিশে পুরসভার তরফে অভিযোগ জানানো হয়েছে। গত মঙ্গলবার পুরসভা এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ অভিযানের সময় ওই ব্যবসায়ী বাধা দিয়েছিলেন বলে অভিযোগ জানানো হয়েছিল। |
মাইনে জখম পঁচিশ
নিজস্ব প্রতিবেদন |
ছত্তীসগঢ়ের কোন্ডাগাঁও জেলায় মাওবাদীদের পেতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে জখম হন ১৯ বন্দি-সহ ২৫ জন। গুরুতর জখমদের মধ্যে ছিলেন ৪ জন পুলিশ, এক বন্দি ও গাড়ির চালক। রাতে পুলিশের হাবিলদার বীরেন্দ্র কুমারের মৃত্যু হয়েছে। আদালতে হাজিরা দিয়ে ওই বন্দিদের নিয়ে কারাগারে ফিরছিল গাড়িটি। কোন্ডাগাঁওয়ের পুলিশ সুপার প্রশান্ত অগ্রবাল জানিয়েছেন, ৩০ নং জাতীয় সড়কের উপর ল্যান্ড মাইন পেতে রেখেছিল মাওবাদীরা। জগদলপুর কারাগারের ওই গাড়িটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের। |
নিয়োগ শুরু |
তফসিলি উপজাতির ৩০০ যুবককে জেলা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল। শনিবার এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, ৪-১১ জুন পর্যন্ত ডাবগ্রামে কনস্টেবল নিয়োগের পরীক্ষা হবে। |
পঞ্চায়েতে বিক্ষোভ |
বিদ্যুদয়ন এবং রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের বিন্দোল পঞ্চায়েতের ঘটনা। এ দিন পঞ্চায়েতের বহর গ্রাম সংসদের বাসিন্দাদের একাংশ বেলা ১২টা থেকে টানা
দু’ঘন্টা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। পরে পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। |
মজুরি বৃদ্ধির দাবি |
মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার মালদহের ইন্ডিয়ান ওয়েলের (আইওসি) ডিপো বন্ধ করে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত জনপথ মজদুর ইউনিয়নের সদস্যেরা। আন্দোলনের জেরে এ দিন আইওসি ডিপো থেকে একটিও তেলের ট্যাঙ্কার রাস্তায় নামতে পারেনি। |
দুর্ঘটনায় মৃত্যু |
দুর্ঘটনায় মারা গেলেন গোকুল সরকার (৪৭) নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে বালুরঘাটের পতিরাম তিনকোনা মোড়ের ঘটনা।
|
|
শুক্রবারের ঝড়ে গাছ উল্টে স্তব্ধ ভাতল-রায়গঞ্জ সড়ক। ছবি: তরুণ দেবনাথ। |
হেলমেট না পড়ায় গোলাপ দিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। সন্দীপ পাল। |
|
|