আজ, রবিবার রাজ্যের ছ’টি পুরসভা নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা করছে সরকারে তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেস, প্রধান বিরোধী দল সিপিএমও। মারপিটের অভিযোগে শনিবার রাতে বীরভূমের নলহাটির ৮ নম্বর ওয়ার্ডের সমাজবাদী পার্টির প্রার্থী সুব্রত দত্তকে গ্রেফতার করা হয়েছে। পাল্টা হামলার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধেও।
শনিবার বর্ধমানের মেমারিতে এক কর্মিসভায় প্রদেশ কংগ্রেস নেতা তথা সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “যে ছয় পুরসভায় নির্বাচন হচ্ছে, সব ক’টিতেই আমি ঘুরেছি। আমাদের কর্মীদের উপরে অত্যাচার চলছে। হলদিয়া ও পাঁশকুড়ায় সন্ত্রাসের মধ্যে দিন কাটাতে হচ্ছে।” সরাসরি তৃণমূলের নাম না করেও তাঁর মন্তব্য, “এত দিন ‘লাল সন্ত্রাস’ চলত। এখন তো ওরা ক্ষমতায় নেই। আমাদের কর্মীদের কারা মারছে? পরিবর্তনের নামে যা হচ্ছে, তা আমরা কেউই চাইনি।”
ভোটে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে বলে বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার রাতে বীরভূমের নলহাটিতে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার সমাজবাদী পার্টির প্রার্থী সুব্রত দত্ত তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। তাঁর সমর্থকেরা থানায় বিক্ষোভ দেখালে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। তৃণমূল সমাজবাদী পার্টির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তোলে।
অন্যদিকে, মানস ভুঁইয়া বলেন, “রিগিং বা বুথ দখল হতে পারে বলে আমি নির্বাচন কমিশনের কর্তাদের লিখিত ভাবে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকেও সব জানিয়েছি। উনি নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। ওঁর উপরে আমাদের ভরসা আছে।” কুপার্স ক্যাম্পে দলীয় কর্মীদের পাশাপাশি বিরোধীদেরও ‘শান্তিপূর্ণ’ নির্বাচন করার আবেদন জানিয়েছেন নদিয়া জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ। স্থানীয় তৃণমূল বিধায়ক আবীর বিশ্বাসও বলেন, “দলীয় বিরোধ থাকলেও আমরা ব্যক্তিগত আক্রমণ বা কুৎসার বিরুদ্ধে। দলীয় কর্মীদের প্ররোচনায় এড়িয়ে চলতে বলা হয়েছে।”
শুক্রবারই রাজ্যপালের কাছে চিঠি দিয়ে সন্ত্রাসের আশঙ্কা জানিয়েছিল সিপিএম। এ দিন সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুরের বিদায়ী মেয়র তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য রথীন রায় অভিযোগ করেন, নির্বাচন ঘোষণার পর থেকেই সিপিএম-সহ অন্য বিরোধী দলের প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রচারে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। রথীনবাবুর আশঙ্কা, “আগামিকাল নির্বাচনে বুথ দখল, ছাপ্পা ভোটের মতো ঘটনা ঘটতে পারে। সন্ত্রাসও হতে পারে।” তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। |