চোর সন্দেহে মার, অশান্তি মুরারইয়ে
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
চোর সন্দেহে আদিবাসী এক ডাম্পার চালককে মারধরের অভিযোগে শনিবার সকালে উত্তেজনা ছড়াল বীরভূমের মুরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল এলাকায়। অভিযোগ, মারধরের প্রতিবাদে স্থানীয় আদিবাসীদের একাংশ এ দিন বামুনডাঙায় একটি ক্রাশার অফিসে ভাঙচুর চালান। পরে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক অবধেশ পাঠক-সহ মুরারই থানা ও ঝাড়খণ্ড পুলিশ গিয়ে ওই ম্যানেজারকে উদ্ধার করে। শুক্রবার রাতে ডাম্পার চালক সুনীল মাণ্ডিকে চুরির অভিযোগে একটি ক্রাশারের নিরাপত্তা কর্মীরা মারধর করেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। মুরারই গ্রামীণ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। |
যোগ-প্রাণায়ামের প্রশিক্ষণ
বেলগুমা• প্রশান্ত পাল |
সাউন্ডবক্সে বাজছে আড়বাঁশির সুর। মাঠ জুড়ে পাতা শতরঞ্জিতে প্রাণায়াম করছেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার থেকে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে পুলিশ কর্তা থেকে এএসআই, কম্যান্ডো বাহিনীর জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন হরিদ্বারের বিশেষজ্ঞেরা। জেলা পুলিশ সুপার সি সুধাকরও বলেন, “শারীরিক ভাবে সক্ষম থাকার পাশাপাশি মনোবল দৃঢ় রাখতে যোগ-প্রাণায়ামের বিকল্প আর কিছু নেই। থানাগুলিতেও প্রশিক্ষণ দেওয়া হবে।” |
উৎসব শেষ হতেই মন্দির থেকে বিগ্রহের গয়না চুরির অভিযোগ উঠল। বোলপুরের সিয়ান সুখবাজার এলাকার মনসা মন্দিরে শনিবার ভোরে চুরির ঘটনা নজরে আসে সেবাইতের। থানায় অভিযোগ করা হয়েছে। এ দিন সকালে বীরভূমেরই রামপুরহাটের নিশ্চিন্তপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক মোটরবাইক আরোহীর কাছ থেকে দুষ্কৃতীরা টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযোগগুলির তদন্ত চলছে। |