টুকরো খবর |
নারায়ণস্বামীকে তোপ গডকড়ীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কয়লা খনি বণ্টন নিয়ে তাঁর ছেলে এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে আঙুল তোলায় প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানালেন বিজেপি সভাপতি নিতিন গডকড়ী। এমনকী, ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সভাপতি। কয়লা খনি বণ্টনে দুর্নীতির অভিযোগ ঘিরে হইচইয়ের মধ্যেই নারায়ণস্বামী সম্প্রতি অভিযোগ করেন, ছত্তীসগঢ়ে কয়লা খনি বণ্টনে সুবিধাপ্রাপ্তদের মধ্যে গডকড়ীর ঘনিষ্ঠ অজয় সঞ্চেতি রয়েছেন। পাল্টা জবাবে গডকড়ী বলেন, “সঞ্চেতি নিজেই বড় ব্যবসায়ী। তিনি প্রতিযোগিতার মাধ্যমে কয়লা খনির বরাত পিয়েছিলেন। তা ছাড়া, আমি বিজেপি সভাপতি হওয়ার দেড় বছর আগেই এই বরাত দেওয়া হয়েছিল।” এর পরেই তিনি বলেন, “আমি কাউকে ভয় পাই না। তিন দিনের মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয়, তা হলে আমি মানহানির মামলা করব।” গডকড়ীর এই হুঁশিয়ারির দিনই নারায়ণস্বামী জানিয়ে দিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কখনওই গডকড়ীর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। |
ঝাড়খণ্ডে ধৃত ২ মাওবাদী নেতা, উদ্ধার ল্যান্ডমাইনও
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে পুলিশের জালে ধরা পড়লেন আরও দুই মাওবাদী নেতা। একজন পূর্ব সিংভূমের ঘাটশিলায়, অন্য জন হাজারিবাগের বিষ্ণুগড়ে। এই দুই নেতার নাম ফগরা মুন্ডা এবং নবীন মাঝি। নবীন অবশ্য তাঁর স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে দু’দিন আগে ধরা পড়ে যান। পাশাপাশি, আজ মাওবাদী দমন অভিযান চালানোর সময় লাতেহার জেলার কুরুং-গণেশপুর সড়কে পর পর পেতে রাখা ২১টি ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে। লাতেহারের পুলিশ সুপার ক্রান্তি কুমার জানান, উদ্ধার হওয়া ল্যান্ডমাইনগুলি এক কিলোগ্রাম থেকে দশ কিলোগ্রাম ওজনের। পরিষ্কার বোঝাই যাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আঘাত করতেই এগুলি পুঁতে রাখা হয়েছিল রাস্তায়। একটি কুয়োর ধারে বসানো ছিল দশ কিলোগ্রাম ওজনের একটি বিস্ফোরক। সেখান থেকে তার গিয়ে জুড়েছিল অন্যগুলিতে। পর পর সবগুলি এক সঙ্গে ফাটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। পূর্ব সিংভূমের পুলিশ সুপার অখিলেশ কুমার ঝা জানান, ধৃত ফগরা মুন্ডার মাথার দাম ছিল ৪০ হাজার টাকা। হত্যা, হাঙ্গামার মতো অন্তত ১০টি ঘটনায় পুলিশ তাঁকে খুঁজছিল। ঘাটশিলায় অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়। অন্য দিকে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হাজারিবাগের বিষ্ণুগড়ে পুলিশের জালে ধরা পড়া মাওবাদী জঙ্গি নেতা নবীন মাঝি বিহার-ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ে মাওবাদীদের স্পেশ্যাল কমিটির অন্যতম সদস্য। খুন, জঙ্গি নাশকতা-সহ পুলিশের খাতায় ১১০ টি মামলায় অভিযুক্ত নবীন দীর্ঘ দিন ধরেই ওই তিন রাজ্যের গোয়েন্দা পুলিশের চোখ এড়িয়ে পরের পর জঙ্গি হামলা চালিয়েছেন। শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে হাজারিবাগের বিষ্ণুগড়ে গিয়ে গত ৩১ মে পুলিশের জালে নিরস্ত্র অবস্থায় ধরা পড়ে যান নবীন। প্রশাসনের তরফে নবীন মাঝির মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। নবীনের গ্রেফতারকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছে ঝাড়খণ্ড প্রশাসন। |
মণিপুরি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লিতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভিন রাজ্যে ফের অস্বাভাবিক মৃত্যু ঘটল মণিপুরি এক ছাত্রের। এ বার দিল্লির নজফগড়ে। মৃত ছাত্রের নাম ওক্রাম বিদ্যানন্দ (১৭)। একাদশ শ্রেণির ছাত্র বিদ্যানন্দ একটি বাড়িতে ভাড়া থাকত। পুলিশ জানায়, গত কাল দিনভর দরজা না খোলায় পড়শিরা দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে বিদ্যানন্দর দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাবা ওক্রাম কুঞ্জ আজ দিল্লি রওনা হন। বিদ্যানন্দের পরিবার সূত্রে খবর, বিদ্যানন্দের বাড়ি পূর্ব ইম্ফলের থোংজু নামেইরাকপাম লেইকাই এলাকায়। তার মা ওয়াই সিজা দেবী বলেন, “ছেলে এমন চরম রাস্তা কেন বেছে নিল কিছুই বুঝতে পারছি না। মৃত্যুর আগে শেষবার ও বাবার সঙ্গে মোবাইলের রিচার্জ ও মাস চালানোর টাকার ব্যাপারে কথা বলেছিল। তখনও ওর মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না।” গত দুই মাসের মধ্যে বিদ্যানন্দ তৃতীয় মণিপুরি ছাত্র, যে ভিনরাজ্যে পড়তে গিয়ে অস্বাভাবিক ভাবে মারা গেল। |
মেঘালয়েও খাতা খুলতে সচেষ্ট মমতা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুর, অরুণাচল, অসমের পর এ বার মেঘালয় বিধানসভাতেও খাতা খুলতে চায় তৃণমূল। আর ন’ মাস পরে মেঘালয়ে বিধানসভা ভোট। সে জন্য গত কয়েক মাস ধরেই সে রাজ্যের নানা দলের বিক্ষুব্ধ, প্রভাবশালী এবং অর্থবান নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল। আপাতত মেঘালয়ে ভোট সংক্রান্ত কাজ তত্ত্বাবধানের ভার পেয়েছেন দেবাশিস বটব্যাল।
দল বদল এবং জোট ভাঙার জন্য কুখ্যাত মেঘালয়ে মাত্র দু’জন মুখ্যমন্ত্রী টানা পাঁচ বছর কাজ করতে পেরেছেন। বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন ‘মেঘালয় ইউনাইটেড অ্যালায়েন্স’ সরকারের ভিতরেও বিস্তর দ্বন্দ্ব। এনসিপি সরকার গড়তে উঠে পড়ে লেগেছে। এই পরিস্থিতিতে সেখানে ভোট লড়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ২০০৪ সালের লোকসভা ভোটে তুরায় জিতেছিল তৃণমূল। এনসিপির প্রতিষ্ঠাতা নেতা পূর্ণ অ্যাজটেক সাংমা সে বার তৃণমূলের টিকিটে লড়ে মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে হারিয়ে দেন।
তবে তার দু’ বছরের মধ্যেই পূর্ণ তৃণমূল ছেড়ে এনসিপিতে ফিরে যান। সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাঁর নাম উঠে এসেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থন জানাননি। মেঘালয়ের তুরা তথা গারো পাহাড়ে পূর্ণ এবং মুকুলদু’ জনেই তৃণমূলের প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী। খাসি ও জয়ন্তিয়া এলাকায় তৃণমূলের মূল লড়াই হবে কংগ্রেস এবং উপজাতি ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে। |
মণিপুরি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লিতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভিন রাজ্যে ফের অস্বাভাবিক মৃত্যু ঘটল মণিপুরি এক ছাত্রের। এ বার দিল্লির নজফগড়ে। মৃত ছাত্রের নাম ওক্রাম বিদ্যানন্দ (১৭)। একাদশ শ্রেণির ছাত্র বিদ্যানন্দ একটি বাড়িতে ভাড়া থাকত। পুলিশ জানায়, গত কাল দিনভর দরজা না খোলায় পড়শিরা দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে বিদ্যানন্দর দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাবা ওক্রাম কুঞ্জ আজ দিল্লি রওনা হন।
বিদ্যানন্দের পরিবার সূত্রে খবর, বিদ্যানন্দের বাড়ি পূর্ব ইম্ফলের থোংজু নামেইরাকপাম লেইকাই এলাকায়। তার মা ওয়াই সিজা দেবী বলেন, “ছেলে এমন চরম রাস্তা কেন বেছে নিল কিছুই বুঝতে পারছি না। মৃত্যুর আগে শেষবার ও বাবার সঙ্গে মোবাইলের রিচার্জ ও মাস চালানোর টাকার ব্যাপারে কথা বলেছিল। তখনও ওর মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না।” গত দুই মাসের মধ্যে বিদ্যানন্দ তৃতীয় মণিপুরি ছাত্র, যে ভিনরাজ্যে পড়তে গিয়ে অস্বাভাবিক ভাবে মারা গেল। |
আইপিজি-র স্বীকৃতি ফেরতের দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সরকার তাঁদের ইউনিয়নের স্বীকৃতি ফিরিয়ে দিলে তাঁরা ধর্মঘট তুলে নিতে রাজি আছেন বলে জানাল ইন্ডিয়ান পাইলট্স গিল্ড (আইপিজি)। আইপিজি-র এক মুখপাত্র বলেন, “বিমানমন্ত্রী অজিত সিংহ আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আমরা জানিয়েছি ধর্মঘট তুলে নেব। কিন্তু আইপিজি-কে স্বীকৃতি ফিরিয়ে দিতে হবে। তা হলে ধর্মাধিকারী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার সময় বিমানচালকদের প্রতিনিধিত্ব করতে পারবে এই কমিটি।” ৭মে থেকে এয়ার ইন্ডিয়ার পাইলটরা ধর্মঘট শুরু করলে সরকার ১০১ জন পাইলটকে বরখাস্ত করে এবং আইপিজি-র স্বীকৃতি কেড়ে নেওয়া হয়। |
মহিলাকে সেতু থেকে ধাক্কা
সংবাদসংস্থা • জাজপুর (ওড়িশা) |
সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতলবে পঞ্চাশোর্ধ্ব এক মহিলাকে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হল নদীর সেতু থেকে। গুরুতর ভাবে জখম হলেও কপাল জোরে তিনি বেঁচে গিয়েছেন। পুলিশ জানায়, কাল রাতে এই ঘটনাটি ঘটেছে জাজপুর জেলার বেনাপুরে, বিরূপা নদীর উপরের সেতুতে। বিবাহিতা ওই মহিলার নাম রেবতী সাহু (৫৩)। আজ ভোরে কয়েকজন ওই মহিলাকে নদীর চড়ায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও দমকলের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে কটক এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। মহিলার শরীরে আঘাতের চিহ্ন আছে। রেবতী দেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন, কয়েকজন প্রতিবেশী কিছুদিন ধরেই তাঁর সম্পত্তি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে তিনি যখন ঘরের বারান্দায় ঘুমোচ্ছেন তখন ভুবন সাহু, সন্দ সাহু ও শঙ্কর শেঠী নামে তিনজন মুখে কাপড় বেঁধে তাঁকে তুলে নিয়ে যায়। এর পর হাত-পা বেঁধে তাঁকে একটি গাড়িতে তোলে। বিরূপা নদীর উপরে যে সেতুটি আছে, সেই সেতু থেকে তাঁকে ধাক্কা মেরে তলায় ফেলে দেয় ওই তিন ব্যক্তি। এর আগে ৮ মে মহানদী সেতু থেকেও ২৩ বছরের এক গর্ভবতী এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। |
আদালতে যাবেন প্রাক্তনীরা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে আদালতে যেতে চলেছে আইআইটি, এনআইটি এবং আইআইআইটির প্রাক্তনী এবং শিক্ষকদের সংগঠন। ২০১৩ সাল থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য যে নতুন প্রবেশিকা পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তার বিরুদ্ধেই আদালতে যাচ্ছেন ওই প্রাক্তনী ও শিক্ষকরা। তাঁদের দাবি, নতুন ওই পরীক্ষা চালু করার আগে তাঁদের সঙ্গে আলোচনা করেনি মন্ত্রক। এ ব্যাপারে তাঁদের বেশ কিছু দাবিদাওয়া সম্পূর্ণ অগ্রাহ্য করেছে কেন্দ্র। তাই দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করতে চলেছেন তাঁরা। ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছেও এর প্রতিবাদ জানাবেন তাঁরা। |
রুচিকা মামলা বন্ধে আপত্তি নেই পরিবারের
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
রুচিকা গিরহৌত্র মামলায় ইতি টানতে কোনও আপত্তি নেই রুচিকার পরিবারের। প্রমাণের অভাবে ২০১০-এ সিবিআই-এর শেষ রিপোর্টে ক্লিনচিট দেওয়া হয় মামলার মূল অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন ডিজিপি এসপিএস রাঠৌরকে। তখনই মামলা বন্ধের আর্জি জানায় সিবিআই। কাল ওই আবেদনের শুনানিতে মামলা বন্ধের নির্দেশ দেয় আদালত। আদালতে রুচিকার বাবা ও ভাই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। সূত্রের মতে, বেশ কিছু বছর লড়াইয়ের পর শান্তিতে থাকতে চাইছেন গিরহৌত্র পরিবার। তাই বিরোধিতায় যাবেন না তাঁরা। |
জগন্মোহনের ৫ দিন সিবিআই হেফাজত
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
২ জুন তাঁকে গ্রেফতার করাটা অনৈতিক কাজ হয়েছে বলে যে আবেদন জগন্মোহন রেড্ডি করেছিলেন তা খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ফলে, হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় পাঁচ দিন সিবিআই হেফাজতেই থাকতে হবে জগনকে। বিচারপতি চন্দ্রকুমার নির্দেশ দিয়েছেন আগামী ৩ থেকে ৭ জুন জগনকে জেরা করতে পারবে সিবিআই। |
প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অনন্ত মিশ্রের বাড়িতে আজ তল্লাশি চালাল সিবিআই। তাঁর বিরুদ্ধে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য যোজনায় টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। উত্তরপ্রদেশের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওয়াই এস সাচানের মৃত্যুর ব্যাপারে তাঁকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। |
গাড়ির ধাক্কায় ছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গাড়ির ধাক্কায় মারা গেল স্কুল ছাত্রী। জখম হল তার ভাই। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া জেলায়। পুলিশ জানায়, আজ সকালে, আগিয়া এলাকার বাসিন্দা, ষষ্ঠ শ্রেণীর ভনিতা রাই ও তার ভাই, পঞ্চম শ্রেণীর ছাত্র কন্দর্প রাই স্কুলে যাচ্ছিল। তখনই, তীব্রবেগে আসা একটি ইন্ডিকা গাড়ি, ভাই-বোনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভনিতার মৃত্যু হয়। কন্দর্প আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। |
অসমে আত্মঘাতী জওয়ান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে অসমের চিরাং জেলার বেংটোল এলাকায়। পুলিশ জানায়, আজ সকাল আটটা নাগাদ ১৫৬ সিআরপিএফ ব্যাটালিয়নের জওয়ান বিপ্লব ঘোষ (৩২) নিজের সার্ভিস রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই জওয়ান কেন গুলি চালালেন তার কারণ অনুসন্ধানে সিআরপি ও পুলিশ তদন্ত শুরু করেছে। বিপ্লববাবু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা ছিলেন। |
মথুরায় সংঘর্ষ, হত ৪
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জল ভরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে মথুরার কোশি কালান এলাকায় প্রাণ গেল ৪ জনের। আহত হয়েছেন ১৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আট কোম্পানি পিএসি এবং চার কোম্পানি র্যাফ পাঠানো হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে কম করে ২৪টি বাইক এবং বেশ কয়েকটি বাড়ি, দোকান, গুমটিতে আগুন লাগানো হয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। |
জখম ৫ পুলিশ
সংবাদসংস্থা • পটনা |
বিহারে গয়া জেলার আমাস থানার কাছে ট্রাকের সামনে পুলিশের একটি টহলদারি গাড়ি পড়ে যায়। গতি সামলাতে পারেননি ট্রাকচালক। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন পাঁচ পুলিশ কর্মী। গয়ার সিনিয়র পুলিশ সুপার বিনয় কুমার জানান, আজ সকালে ওই দুর্ঘটনায় দু’জন পুলিশের মাথায় চোট লেগেছে। তাঁদের গয়ার অনুরাগ নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি তিনজনকে শেরঘাঁটি রেফারাল হাসপাতালে। |
যমজদের মৃত্যু
সংবাদসংস্থা • পটনা |
মাতৃগর্ভ থেকে জন্ম একসঙ্গে। মৃত্যুও হল এক সঙ্গেই। দুই যমজ ভাইয়ের। কাছাড় জেলায় বাঁশকান্দি-চন্দ্রপুর এলাকায় কাল পুকুরে ডুবে মারা গিয়েছে আড়াই বছরের আব্দুল আহাদ ও আব্দুল সামাদ। পুলিশ জানায়, পুকুর পাড়েই খেলা করছিল দুই শিশু। আমিনুল ইসলামের এই দুই সন্তান কখন যে খেলা করতে করতে পুকুরে পড়ে গিয়েছে কেউই খেয়াল করেনি। দুপুর গড়িয়ে গেলেও দু’জনকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। |
|