তৃতীয় ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলায় দু’দেশের যৌথ উদ্যোগে পর্যটন ও ভারী শিল্পের বিকাশে জোর দিলেন মেঘালয় ও অরুণাচলের মুখ্যমন্ত্রী। ঢাকায় বাণিজ্য সম্মেলনের আসরে, বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সাংমা, আরও বেশি সীমান্ত বাণিজ্য হাট চালুর পক্ষে সওয়াল করেন। এছাড়া, উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, ভুটানকে নিয়ে পর্যটন চক্র গড়ার প্রস্তাব রাখেন তিনি। সাংমার মতে, ধুবুরি হয়ে, মেঘালয়ের দক্ষিণ ঢাল বরাবর, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সড়ক ও জলপথ সংযোগ বাড়ালে, বাণিজ্য ও পর্যটনে সুবিধা মিলবে। ঢাকা-শ্রীহট্ট-শিলং-গুয়াহাটি বাস চালু নিয়েও সাংমা জোর দেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে পর্যটন, শিল্প গড়ার প্রস্তাব দেন।
|
ব্যবসা বাড়াতে নতুন স্বাস্থ্য-পানীয় ‘আমুল প্রো’ আনল গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। বাজারে আমুল নামে পরিচিত এই সংস্থার জিএম (পরিকল্পনা ও বিপণন) জয়েন মেটা জানান, পানীয়টি শিশু থেকে ১৫ বছর বয়সীদের জন্য উপযোগী হবে। পূর্বাঞ্চলীয় কর্তা মনোরঞ্জন পাণি জানান, মিষ্টি দই ও তাজা লস্যি আনার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
|
বিজয় কুমার পানসারি অ্যালুমিনিয়াম ফয়েল প্রস্তুতকারক সংস্থা এস ডি অ্যালুমিনিয়ামের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। |