ঢোল, ড্রামের তালে তালে বলিউডি গান, স্কটিশ আর ভারতীয় বাঁশির ‘ফিউশন’, তিন দিন ব্যাপী ইংল্যান্ড জুড়ে অনুষ্ঠানের সঙ্গে পুরোমাত্রায় জড়িয়ে রয়েছে ভারত। উপলক্ষ, রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৬০ বছর পূর্তি।
এর আগে মাত্র এক জনই সিংহাসনে বসার ৬০ বছর পূর্তি উদ্যাপন করেছিলেন। তিনি রানি ভিক্টোরিয়া। আজ থেকে প্রায় দু’শো বছর আগের সেই হীরক-জয়ন্তী অনুষ্ঠানে রানির সম্মানে তৎকালীন স্কোয়্যার টাওয়ারের নাম বদলে রাখা হয়েছিল ভিক্টোরিয়া টাওয়ার। ঠিক একই ভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে মধ্য লন্ডনের অন্যতম আকর্ষণ ৯৬ মিটার উঁচু বিগ বেনের নাম বদলে ‘এলিজাবেথ টাওয়ার’ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। শুধু তাই নয়, দু’শো বছর আগে ভিক্টোরিয়ার সিংহাসনে বসার হীরক-জয়ন্তী যেমন ভাবে পালন করা হয়েছিল, অনেকটা সেই ধাঁচে রানি দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছর পূর্তির উদ্যাপন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
ছ’দশক আগে ১৯৫৩-র ২ জুন সিংহাসনে বসেছিলেন ডিউক অফ এডিনবরা ফিলিপের স্ত্রী এলিজাবেথ। এত বছর ধরে দোর্দণ্ডপ্রতাপে রাজত্ব করেছেন তিনি। খোদ রানির সিংহাসনে বসার ৬০ বছর পূর্তির উদ্যাপন তো আর যেমন তেমন করে হতে পারে না! ঠিক হয়েছে শনি থেকে সোমবার তিন দিন ধরে দেশ জুড়ে চলবে অনুষ্ঠান। তবে এই কারণে ইতিমধ্যেই পাঁচ দিনের সবেতন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার টেমসে ভাসবে এক হাজার নৌকা ‘ফ্লোটিলা’। তবে মূল আকর্ষণ অবশ্যই ‘ফ্লোটিলা’-র সামনে থাকা তিনটে সুসজ্জিত রাজকীয় বজরা, যাতে থাকবেন রানি ও ব্রিটেনের রাজপরিবারের অধিকাংশ সদস্য। প্রথম বজরায় রয়েছে আটটি ঘণ্টা। রানি এলিজাবেথ, ফিলিপ, চার্লস, অ্যান, অ্যানড্রিউ, এডওয়ার্ড, উইলিয়াম ও হ্যারির নামে নামাঙ্কিত করা হয়েছে ঘণ্টাগুলিকে। |
থাকবে অর্কেস্ট্রার ব্যবস্থাও। ব্যাটারসি সেতু থেকে শুরু হয়ে লন্ডন টাওয়ারের সামনে শেষ হবে ওই যাত্রা। পথে পড়বে বিগ বেন, হাউস অফ পার্লামেন্ট, লন্ডন আইয়ের মতো দ্রষ্টব্য এলাকা। অতিক্রম করতে হবে ১৩টি সেতু। হিসেব মতো ফ্লোটিলা ও বজরা মিলিয়ে মোট ২০ হাজার লোক উপস্থিত থাকবেন। আর রাজকীয় সেই দৃশ্য দেখার জন্য টেমসের দু’ধারে অন্তত কুড়ি লক্ষ লোকের ভিড় হবে বলে আশা করছেন নিরাপত্তারক্ষীরা।
আর এই পুরো যাত্রাপথে তিনটি রাজকীয় বজরাতেই চলবে নানা অনুষ্ঠান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে শিল্পী ও কলাকুশলীদের। তবে এত কিছুর মধ্যে চিন্তা একটা জায়গাতেই। আকাশের মুখ যে ভার। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাপমাত্রাও ১১ ডিগ্রির চারপাশে ঘোরাফেরা করছে। কিন্তু তাতেও কুছপরোয়া নেই ইংল্যান্ডবাসীর। বরং একে শুভ লক্ষ্মণ বলেই মনে করছেন তাঁরা। কারণ ৬০ বছর আগে রানির অভিষেকের দিনও যে বৃষ্টি হয়েছিল। |