|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
বিদ্রোহী |
বারীন মজুমদার |
কবিতা কি সবাইকে আপন করতে পারে? উত্তর দেওয়া কঠিন। সম্প্রতি এ ধারণা ভেঙে গেল শিশির মঞ্চে ডালিয়া বসুসাহার একক উপস্থাপনা দেখে। সাত পর্বে বিভক্ত ‘এক সন্ধ্যায় আমি এবং আমরা সব আপনজন’ উপস্থাপনা দর্শকদের আচ্ছন্ন করে রাখে।
রবীন্দ্রনাথ থেকে মল্লিকা সেনগুপ্ত বিপুল বিস্তার। ছিল অনুবাদ কবিতাও। শিশুদের জন্য কবিতায় ছিল তালবাদ্যের ব্যবহার। ছন্দবোধ, স্বরক্ষেপণ, নির্ভুল উচ্চারণের পাশাপাশি ডালিয়ার সাহসেরও প্রশংসা করতে হয়। যেমন, তাঁর দৃপ্ত কণ্ঠে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি অন্য মাত্রা পেল।
এ ছাড়াও ‘স্ত্রীর পত্র’ ও ‘পথের পাঁচালী’র অংশবিশেষের পাঠও উল্লেখের দাবি রাখে।
অলোক দে আলোয় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় আবহে যোগ্য সঙ্গত করেন। আয়োজক ‘আবৃত্তি পরিষদ’। |
|
|
|
|
|