সিইএসসি’র আওতাধীন এলাকায় ফের বিদ্যুতের দাম বাড়ল। কয়লার মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজার থেকে বিদ্যুৎ কেনার খরচ বেড়ে যাওয়ায় ফুয়েল সারচার্জ (জ্বালানি খরচ) বাবদ ইউনিটপিছু ১৫ পয়সা গ্রাহক মাসুল বাড়ানো হচ্ছে বলে সংস্থা-সূত্রের খবর। মে মাসের বিল থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে।
গত মার্চে সিইএসসি-এলাকায় বিদ্যুতের দাম ইউনিটপিছু ৬৯ পয়সা বেড়েছিল। এ বারের বৃদ্ধির পরে সিইএসসি-র বিদ্যুতের দাম দাঁড়াল ইউনিটে গড়ে ৬.০৩ টাকা। জ্বালানি-ব্যয় বৃদ্ধির কারণে সরকারি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও এ মাসের গোড়ায় ইউনিটে ২৯ পয়সা দাম বাড়িয়েছে। বণ্টন এলাকার গ্রাহকরা এখন ইউনিটপিছু বিদ্যুতের জন্য ৫.৮২ টাকা দেন।
রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশ মোতাবেক, জ্বালানি খরচ বাড়লে বিদ্যুৎ সংস্থাগুলো বাড়তি দাম নিতে পারে। এর জন্য প্রথমে কমিশনের অনুমোদন লাগে না। ফুয়েল সারচার্জ বা জ্বালানি খরচ বাবদ সারা বছরে অতিরিক্ত যে টাকা গ্রাহকদের থেকে সংস্থাগুলো আদায় করে, বছরশেষে কমিশন তার যৌক্তিকতা যাচাই করে নেয়। তেমন বুঝলে কমিশন মাসুল কিছুটা কমিয়েও দিতে পারে।
এক পয়সা মাসুল বাড়লে সিইএসসি-র বাড়তি আয় হয় ৮ কোটি টাকার মতো।
সেই হিসেবে ১৫ পয়সা মাসুলবৃদ্ধির ফলে সংস্থার কোষাগারে অতিরিক্ত ১২০ কোটি টাকার মতো আসবে। তাতে বাড়তি খরচ কিছুটা সামাল দেওয়া যাবে বলে সিইএসসি-কর্তারা আশাবাদী। |