নজরকাড়া লড়াই: হলদিয়া
ওয়ার্ড ৮

বিমল মাজি

প্রতীক শাসমল
পেশায় আইনজীবী। ছাত্রাবস্থায়
এসএফআই করতেন। আগের বারে
কাউন্সিলর হয়েছিলেন।
এ বারও ‘আশাবাদী’।
পেশায় চিকিৎসক।
কলেজে ছাত্র পরিষদ করতেন।
স্ত্রী ১৯৯৭-এ সিপিএমের কাউন্সিলর হন।
ডাক্তারবাবুর দাবি, ‘জিতবেন’।

নরেন্দ্র পাত্র
ব্লক-কংগ্রেস সভাপতি। ২০০২-এ কংগ্রেসের টিকিটে জিতে পুরসভায়
বিরোধী দলনেতাও হন। এক বার বিধানসভায় লড়েছেন। ‘লাইটওয়েট’ নন মোটেই। লড়াইয়ে রয়েছেন।
 
ওয়ার্ড ১০

নারায়ণ প্রামানিক

মিলন মণ্ডল
বিদায়ী উপ পুরপ্রধান। প্রাক্তন কর্মী
হিন্দুস্থান ফার্টিলাইজারের। ছাত্রজীবনে
এসএফআই। মানুষ এ বারও
তাঁকেই চাইছেন, দাবি।
ছাত্রপরিষদ কর্মী ছিলেন। ২০০৭ থেকে
তৃণমূল ট্রেড-ইউনিয়ন নেতা। শুভেন্দুর ঘনিষ্ঠ,
বিক্ষুব্ধদের ‘গলগ্রহ’। সম্ভাব্য
পুরপ্রধান, ভাসছে নাম।


বলাইসখা ভৌমিক
প্রবীণ ও সুপরিচিত ব্যক্তিত্ব। নোটিফায়েড এরিয়া অথিরিটির আমলে ১৩ বছর
চেয়ারম্যান ছিলেন। বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থন রয়েছে, এমনই রটনা। মিলন মণ্ডলের মাথাব্যথা।
 
হলদিয়ার রানিচকে পুরভোটের প্রচারে সাংসদ শতাব্দী রায়
 
ওয়ার্ড ১৩

তমালিকা পণ্ডা শেঠ

আজিজুল রহমান
১৫ বছর ধরে পুরপ্রধান। স্বামী লক্ষ্মণই ছিলেন
‘শক্তি’। এখন স্বামীর ‘ইমেজ’ই অস্বস্তির কারণ।
আগের ২৪ নম্বর ওয়ার্ড ছেড়ে এ বার ১৩-য়।
উদ্বাস্তুদের জন্য সুকান্তনগর গড়ার কর্মগুণেই আশাবাদী।
আগেরবার ১৯ নম্বরে তৃণমূল প্রতীকে দাঁড়িয়েই
হেরেছিলেন। সম্পর্কিত দাদু লক্ষ্মণ-ঘনিষ্ঠ সিপিএম
কাউন্সিলর শেখ মুজফ্ফর। বন্ধু-পত্নীর বিরুদ্ধে
নাতির প্রচারেই সক্রিয় বিতর্কিত এই ব্যবসায়ী।

 
ওয়ার্ড ১৮

শুকদেব দোলই

তুষার মণ্ডল
নতুন মুখ। গৃহশিক্ষকতাই জীবিকা। দীর্ঘ দিন
ওয়ার্ডটি বামেদের দখলে। তৃণমূল প্রার্থী এলাকার
না-হওয়ার ক্ষোভ কাজে লাগাতে চান। উন্নয়নের
প্রতিশ্রুতিও দিচ্ছেন। নতুন হলে যা হয়।
১৯৯৬-এ সুতাহাটার কংগ্রেস বিধায়ক হন।
পরে তৃণমূলে। নেত্রীর নির্দেশেই প্রার্থী। সম্ভাব্য
পুরপ্রধান হিসাবেও একাংশে ফিস্ফাস।
শুভেন্দুর পছন্দ নন, এমনও রটনা।

পশুপতি পাত্র
ইন্ডিয়ান অয়েলের অবসরপ্রাপ্ত কর্মী। আগেও পুরভোটে লড়েছেন কংগ্রেস প্রতীকেই। তবে কিছু দিন
আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের একাংশের কথাতেই নাকি কংগ্রেসের প্রার্থী!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.