হরিণের মৃত্যু, রেডিও কলার প্রকল্প স্থগিত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রেডিও কলার পরানোর একদিনের মধ্যেই কাজিরাঙার একটি বারাশিঙা হরিণ মারা যাওয়ায় আপাতত রেডিও কলার পরানো স্থগিত রাখা হল। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া সূত্রে খবর, কাজিরাঙায় ইস্টার্ন সোয়াম্প ডিয়ার বা দল হরিণ তথা বারাশিঙাদের বসতি রয়েছে। তাদের মোট সংখ্যা হাজারেরও নীচে নেমে আসায় একটি হরিণের মৃত্যুও অপূরণীয় ক্ষতি। এই হরিণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে, সম্প্রতি ওএনজিসি ও ডব্লিউটিআই যৌথ উদ্যোগে হরিণদের জীবনযাপন, প্রকৃতি, যৌন জীবন, চারণ ভূমির বিষয়ে জানতে রেডিও কলার পরানোর কাজ শুরু হয়। মোট ১০টি হরিণের গলায় রেডিও কলার লাগানোর কথা ছিল। প্রথম পর্বে একটি পুরুষ ও একটি স্ত্রী হরিণের গলায় কলার পরানো হয়। সোমবার স্ত্রী-হরিণটির দেহ কোহরা রেঞ্জের মিহিমুখ থেকে উদ্ধার করা হয়। ময়না তদন্তে দেখা গিয়েছে, তার অন্ত্রে সংক্রমণ রয়েছে। ডব্লিউটিআইয়ের দাবি, হরিণের মৃত্যুর সঙ্গে রেডিও কলারের কোনও সম্পর্ক নেই। তার পেটের ক্ষত ও সংক্রমণ আগে থেকেই ছিল। পুরুষ হরিণটি ভালই রয়েছে। স্ত্রী হরিণটিও রেডিও কলার লাগাবার পরে ১২ ঘণ্টা স্বাভাবিক ছিল। পরে সে পুরোনো অসুখে মারা যায়। তবু বাড়তি সতর্কতা হিসেবেই কলার পরানো স্থগিত রাখা হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জবরদস্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের চেষ্টা রুখতে অভিযান জারি রাখল শিলিগুড়ি পুরসভা। বুধবার নিউ জলপাইগুড়ি বাজারে অভিযান চালায় তারা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মী আধিকারিকদের নিয়েই এ দিন যৌথ অভিযান হয়। উপস্থিত ছিল পুলিশও। গত মঙ্গলবার বিধান মার্কেটে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুরসভার তরফে যৌথ অভিযানের সময় ব্যবসায়ীদের একাংশ বাধা দেওয়ায় পুলিশে তাদের একাংশের নামে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ দিন অবশ্য কোনও বাধার মুখে তাদের পড়তে হয়নি। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অভিযানে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের নামে অভিযোগ জানানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে বাধা দিয়ে পুরসভার কাজে অসুবিধা সৃষ্টি করলে একই রকমভাবে পুলিশে অভিযোগ জানানো হবে।” বাসিন্দাদের অভিযোগ, বছর দু’য়েক আগেই শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত বলে ঘোষণা করেন। শহরের অধিকাংশ ব্যবসায়ী বাসিন্দারা যেখানে প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জন করেছেন সেখানে হাতে গোনা কয়েকজন অসাধু ব্যবসায়ী জবরদস্তি তা ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ। তা রুখতে লাগাতার অভিযান চালবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। পুরসভার অভিযানে বিধান মার্কেটের ব্যবসায়ীদের একাংশ বাধা দেওয়ার বিষয়টি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারাও ভাল চোখে দেখছেন না। শিলিগুড়ি বিধান মার্কেট খুচরো ফল এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল সাহা বলেন, “ক্যারিব্যাগ যাতে ব্যবসায়ী, ক্রেতারা কেউ ব্যবহার না করেন সে ব্যাপারে আমরা সচেষ্ট। ব্যবসায়ীদের আগে বলা হয়েছে। বৈঠক ডেকে ফের সতর্ক করা হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কয়েক দশক ধরে সংস্কার না হওয়া হিজলি টাইডাল-ক্যানেল সংস্কারের কাজ শুরু করল হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)। মঙ্গলবার মহিষাদলের রাজ হাইস্কুলের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠান-শেষে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন তমলুকের সাংসদ তথা এইচডিএ-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। গেঁওখালি থেকে ইটামগরা লকগেট পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এই খাল সংস্কারে খরচ ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের সিইও পি উলাগানাথন, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র, সহ-সভাপতি তিলক চক্রবর্তী।
|
সাপের ছোবলে মৃত্যু, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সাপের ছোবলে মৃত্যু হয়েছে পরীক্ষিৎ মণ্ডল (৭) নামে এক বালকের। তার বাড়ি জিয়াগঞ্জের বাগদহরা গ্রামে। রঘুনাথগঞ্জের মির্জাপুরে বেড়াতে এসেছিল সে। মঙ্গলবার সন্ধ্যায় সাপে ছোবল মারলে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোক জন। চিকিৎসকেরা জানান, পথেই মারা গিয়েছে পরীক্ষিৎ। তবে চিকিৎসায় দেরি হয়েছে বলে অভিযোগ তুলে তার বাড়ির লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামল দেয়। হাসপাতালের সুপার শাশ্বত মণ্ডল বলেন, “হাসপাতালে আসার আগেই ছেলেটি মারা যায়। তবে সে এখনও বেঁচে আছে মনে করে বাড়ির লোকেরা বিক্ষোভ দেখায়।”
|
অরণ্য বাঁচাতে দৌড়। পা মেলাবেন আবালবৃদ্ধবণিতা। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কাজিরাঙা হাফ-ম্যারাথন শুরু বোকাখাট থেকে। শেষ হবে কোহরায়। ম্যারাথনের অন্যতম প্রধান উদ্যোক্তা, ব্যাঘ্র বিশেষজ্ঞ ফিরোজ আহামেদ জানান, দৌড়বীর, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, বনকর্মী, থেকে শুরু করে রাজ্যের সর্ব স্তরের মানুষ এই দৌড়ে পা মেলাতে চলেছেন। |